Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বাড়িতে ফাটল, তোপে মেট্রো

মেট্রোর ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ার এলে রাত পর্যন্ত তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

ফাটল দেখাচ্ছেন দুর্গা পিথুরি লেনের বাসিন্দা। নিজস্ব চিত্র।

ফাটল দেখাচ্ছেন দুর্গা পিথুরি লেনের বাসিন্দা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৯
Share: Save:

শনিবার ভরসন্ধ্যায় আচমকা বড় বড় ফাটল ধরল বৌবাজার থানা এলাকার একাধিক বাড়িতে। ভেঙে পড়ল চাঙড়ও। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের দুর্গা পিথুরি লেনের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভূগর্ভস্থ অংশের কাজের জন্যই ফাটল ধরেছে বাড়িগুলিতে। সন্ধ্যা ৭টা নাগাদ ভূমিকম্পের মতো এলাকার বেশ কয়েকটি বাড়ি কাঁপতে শুরু করে। একই সারির কয়েকটি বাড়ির দেওয়াল এবং মেঝেতে ফাটল দেখা যায়। ভয় পেয়ে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। ১৩এ দুর্গা পিথুরি লেনের তিনতলা বাড়িটির দেওয়াল ও মেঝেতে বড় বড় ফাটল। পিছনের দিকের একটি ঘরে পরপর চাঙড় ভেঙে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর কাজের জন্য আগাম সতর্কবার্তা দেওয়া হয়নি। এ দিন প্রাণহানিও হতে পারত। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সত্যেন্দ্রনাথ দে আসেন। মুচিপাড়া ও বৌবাজার থানার পুলিশও পৌঁছয়।

পরে মেট্রোর ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ার এলে রাত পর্যন্ত তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই ইঞ্জিনিয়ার এটিকে তাঁদের ভুল বলতে নারাজ। তাঁর কথায়, ‘‘মেট্রোর কাজের জন্য এই বাড়িগুলির ক্ষতির আশঙ্কা ছিল না বলেই লোকজনকে সরানো হয়নি।’’ এই ব্যাখ্যা উড়িয়ে স্থানীয়দের দাবি, আগেও একই ঘটনা ঘটেছে পাশের স্যাকরাপাড়াতে। সেখানে লোকজন সরিয়ে কাজ করেছিল মেট্রো। কিন্তু পরে বাসিন্দারা ফিরে দেখেন, বাড়িতে ফাটল ধরে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Metro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE