লেখার ধরন, বাক্য গঠন দেখে মনে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষই আপনাকে এসএমএসটি পাঠিয়েছে। তাতে অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও একটা সমস্যার উল্লেখ করে একটি লিঙ্ক-ও দেওয়া থাকবে। ফাঁদে পড়ে যদি আপনি ওই লিঙ্কে ক্লিক করেন, মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যেতে পারে অ্যাকাউন্টে গচ্ছিত টাকা।
সাইবার প্রতারকদের পাঠানো এমনই দু’টি এসএমএস-এর ফাঁদে সম্প্রতি কলকাতার বেশ কয়েক জন পড়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের কয়েক জনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর নড়চড়ে বসেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারাও।
ফোন করে ব্যাঙ্কের গ্রাহকদের ফাঁদে ফেলার কৌশল পুরনো হয়ে গিয়েছে। এখন এ বিষয়ে অনেকেই সচেতন। সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন, কৌশল বদলে এ বার এসএমএস-এর মাধ্যমে জালে ফেলার চেষ্টা হচ্ছে গ্রাহকদের। এই কাজ যে সাইবার অপরাধীদের, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু কোথা থেকে এই চক্র সক্রিয় হয়ে উঠেছে? বিদেশি কোনও নাগরিক জড়িত কি না, তা দেখা হচ্ছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।