Advertisement
E-Paper

খন্দপথে বিপজ্জনক যাতায়াত

রাস্তার মাঝে কোথাও পিচ উঠে ইট বেরিয়ে পড়েছে। কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। পাশাপাশি রাস্তার দু’ধারে ফাঁকা জায়গা নোংরা জল এবং আগাছায় ভরে গিয়েছে। ছবিটি তারাতলা মোড় থেকে গার্ডেনরিচ থানা পর্যন্ত বিস্তৃত তারাতলা রোডের।

দীক্ষা ভুঁইয়া

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৪ ০১:৫০
এমনই দশা রাস্তার।—নিজস্ব চিত্র।

এমনই দশা রাস্তার।—নিজস্ব চিত্র।

রাস্তার মাঝে কোথাও পিচ উঠে ইট বেরিয়ে পড়েছে। কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। পাশাপাশি রাস্তার দু’ধারে ফাঁকা জায়গা নোংরা জল এবং আগাছায় ভরে গিয়েছে। ছবিটি তারাতলা মোড় থেকে গার্ডেনরিচ থানা পর্যন্ত বিস্তৃত তারাতলা রোডের। বেশ কয়েক বছর ধরেই রাস্তাটির এমন দশা। সম্প্রতি সেই রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। তার উপরে বৃষ্টি হলে গর্তগুলিতে জল জমে থাকছে। হঠাত্‌ দেখলে মনে হবে ছোট ছোট ডোবা। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, গাড়ির চালকরাও।

তারাতলা রোডের আশপাশে রয়েছে বিভিন্ন ছোট-বড় কারখানা থেকে নানা সংস্থার অফিস। রয়েছে মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটও। ফলে রোজই এই রাস্তা দিয়ে পড়ুয়া এবং অফিসযাত্রীদের যাতায়াত চলে। পাশাপাশি রয়েছেন সন্তোষপুর, আক্রা, বজবজ, মেটিয়াবুরুজ থেকে শুরু করে দক্ষিণ শহরতলির বিড়লাপুর, মহেশতলা, ডাকঘরের মতো বিভিন্ন এলাকার নিত্যযাত্রীরা। কিন্তু খারাপ রাস্তার জন্য তাঁদের যাতায়াতের সমস্যা বর্তমানে বেড়েছে। বজবজের বাসিন্দা পিনাকী মজুমদারের কথায়, “আগে বাসেই ধর্মতলা যেতাম। কিন্তু এই রাস্তার অবস্থা এতই খারাপ হয়েছে যে এখন ট্রেনে যাতায়াত করছি।”

আবার সন্তোষপুরের বাসিন্দা ফজলুল হক জানান, একটু রাত হলেই এই রাস্তায় যাতায়াত করতে ভয় করে। বাসে গেলে মনে হয় এই বুঝি রাস্তায় উল্টে গেল।” স্থানীয় বাসিন্দা দীপ্তি বিশ্বাস বললেন, “এত উঁচু নিচু রাস্তা দিয়ে যাতায়াত করলে গায়ে ব্যথা হয়ে যায়। সঙ্গে আছে দুর্ঘটনার ভয়।” বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে সারা দিনই বড় বড় লরি ও ট্রেলার যায়। তার ফলে রাস্তার হাল আরও খারাপ হয়ে গিয়েছে। তবে কয়েক বছর ধরে এই রাস্তাটির কোনও রকম সংস্কারও হয়নি বলে অভিযোগ।

সমস্যার কথা স্বীকার করে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, রাস্তাটি সারানো বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদেরই। খুব তাড়াতাড়িই সারানো হবে। দরপত্র ডাকার কাজ চলেছে।

deplorable road taratala more-gardenreach police station diksha bhuiyan poor condition bad condition kolkata news online kolkata news journey KMC government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy