আনন্দপুরের একটি আবাসন থেকে এক যুবকের পচা-গলা দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে আনন্দপুরের নোনাডাঙা এলাকার ওই আবাসনের একটি ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এর পর পুলিশ এসে ওই যুবকের দেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ হাউসিং কমপ্লেক্সের ভাই ভাই কলোনি আবাসনের একটি ঘর থেকে দুর্গন্ধ আসছিল। আনন্দপুর থানায় খবর দেওয়া হয়। রাত সাড়ে ৯টা নাগাদ পুলিশ এসে ওই আবাসনের একটি ফাঁকা ঘর থেকে বছর পঁয়ত্রিশের এক যুবকের দেহ উদ্ধার করে। এলাকায় ওই যুবক লিগার নামেই পরিচিত ছিলেন। পুলিশ জানিয়েছে, এলাকায় প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে জানা গিয়েছে, মুন্ডাপাড়ার বাসিন্দা লিগার মদ্যপানে আসক্ত ছিলেন গত তিন-চার বছর ধরে। সেই সঙ্গে শারীরিক ভাবেও অসুস্থ ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসুস্থতা ও নেশাই তাঁর মৃত্যুর কারণ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।