বেহালা, টালিগঞ্জ-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে আগামী শনিবার, ৩১ জানুয়ারি পানীয় জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুর অধিবেশন থেকে এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিভিন্ন পাম্পিং স্টেশনে কাজ চলবে। সেই কারণেই এক দিন জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রবিবার থেকেই ফের পানীয় জল মিলবে।
ফিরহাদ জানিয়েছেন, গার্ডেনরিচ জলপ্রকল্পের অধীনে যে সমস্ত বুস্টার পাম্পিং স্টেশন আছে, সেখানে কাজ চলবে। তাই পানীয় জল সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকবে। ওই সমস্ত পাম্পিং স্টেশন থেকে জল যায় গার্ডেনরিচের বিস্তীর্ণ অংশ, বেহালা, টালিগঞ্জ, গড়িয়ার মতো এলাকায়। কলকাতা পুরসভার ৮, ১০, ১২, ১৪, ১৬ নম্বর বোরোতে জল পরিষেবা বন্ধ থাকার কথা। এখানে জলের লাইনে প্রয়োজনীয় কিছু সংস্কার করা হবে। শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই সমস্ত এলাকায় জল সরবরাহ স্বাভাবিক থাকবে। তার পর থেকে পরিষেবা অনিয়মিত হয়ে পড়বে।
আরও পড়ুন:
১ ফেব্রুয়ারি, রবিবার সকাল থেকে ফের আগের নিয়মে পানীয় জল পাওয়া যাবে বলে জানিয়েছেন মেয়র। অর্থাৎ, পানীয় জলের পরিষেবা শনিবার সকাল সাড়ে ৯টার পর থেকে রবিবার সকাল পর্যন্ত অনিয়মিত থাকবে। সকালের মধ্যে সারাদিনের প্রয়োজনীয় জলের ব্যবস্থা করে রাখতে হবে এলাকার বাসিন্দাদের।
ফিরহাদ জানিয়েছেন, গার্ডেনরিচ জলপ্রকল্প এবং তার অধীনে থাকা বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে নির্দিষ্ট সময় অন্তর কিছু কাজ করতে হয়। শনিবার সেই কাজগুলি হবে। তা ছাড়া, কয়েকটি পাইপলাইনে ফাটল ও ছিদ্র ধরা পড়েছে। তাতে জলের যথেষ্ট অপচয় হচ্ছে। এই সুযোগে রবিবার সকালের মধ্যে সেই পাইপলাইন মেরামতির কাজও সেরে ফেলতে চায় পুরসভা।