Advertisement
২১ মে ২০২৪
Armed Force

নির্বাচনী বদলির তালিকায় সশস্ত্র পুলিশের অফিসারেরাও

লালবাজার সূত্রের খবর, কমিশনের তরফে একটি নির্দেশ ইতিমধ্যেই তাদের কাছে এসে পৌঁছেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিবাজী দে সরকার
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০২:৪২
Share: Save:

এত দিন ভোটের আগে বদলি করা হত প্রতিদিনের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা থানা, ফাঁড়ি, মহকুমা ও জেলার পুলিশ অফিসারদের। এ বার সশস্ত্র বাহিনী বা ব্যাটালিয়নের পুলিশকর্মীদেরও নির্বাচনী বদলি-বিধির আওতায় আনতে চলেছে নির্বাচন কমিশন।

লালবাজার সূত্রের খবর, কমিশনের তরফে একটি নির্দেশ ইতিমধ্যেই তাদের কাছে এসে পৌঁছেছে। তাতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর বিভিন্ন ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট, ওসি বা বিআই, রিজার্ভ অফিসার এবং সশস্ত্র কর্মীদের ডিউটি ভাগ করার দায়িত্বে থাকা অফিসার যদি এক জায়গায় টানা তিন বছর কাজ করে থাকেন, তবে তাঁকে অন্যত্র বদলি করতে হবে। এই নিয়ম থানা বা ফাঁড়িতে কর্মরত পুলিশকর্মীদের জন্য আগে থেকেই প্রযোজ্য ছিল। তবে ব্যাটালিয়নের অফিসারদের বদলি এ বারই প্রথম বলে লালবাজারের একটি অংশের দাবি। কমিশনের নির্দেশ অনুযায়ী এই বদলি যাতে নিয়ম মেনে হয়, সে ব্যাপারে সতর্ক থাকছে লালবাজার।

পুলিশ সূত্রের খবর, প্রতিদিনের আইনশৃঙ্খলা রক্ষার কাজের সঙ্গে সাধারণত সশস্ত্র বাহিনীর কর্তা বা কর্মীদের যুক্ত থাকতে হয় না। তাই এত দিন নির্বাচনী বদলির তালিকায় তাঁদের রাখা হত না। কিন্তু এখন মনে করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট, ওসি বা বিআই এবং রিজার্ভ অফিসারেরা যে হেতু কর্মীদের ডিউটির স্থান নির্ধারণ করবেন, তাই এ বার তাঁদেরও সেই বদলির তালিকায় রাখা উচিত। একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ব্যাটালিয়নের দায়িত্বে থাকা ডিসি, ডিআইজি (যুগ্ম কমিশনার) এবং আইজি (অতিরিক্ত পুলিশ কমিশনার) তিন বছর একই পদে থাকলে তাঁদেরও সরিয়ে দিতে হবে। যা এত দিন প্রযোজ্য ছিল না।

সাধারণত, এ রাজ্যে বিধানসভা নির্বাচন হয় এপ্রিল-মে মাসে। এ বারের নির্বাচনের দিনক্ষণ অবশ্য এখনও ঘোষণা হয়নি। তবে রাজ্য-রাজনীতির ময়দান অবশ্য বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত। নির্বাচনের প্রস্তুতি হিসেবে কলকাতা পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন থানায় তিন বছর পার করে ফেলা ওসি-দের সরিয়ে দিয়েছে। একই নিয়ম মেনে সাব-ইনস্পেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরদেরও নামের তালিকা তৈরি করে তাঁদের বদলির তোড়জোড় চলছে। পুলিশ সূত্রের খবর, এ বার সেই তালিকায় কলকাতা পুলিশের ন’টি ব্যাটালিয়নের নামও যুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ওই বদলি জানুয়ারি মাসের প্রথম দিকেই করা হবে বলে সূত্রের দাবি।

নির্বাচনের এই প্রস্তুতির মধ্যেই কলকাতা পুলিশ এলাকার কেন্দ্রগুলির জন্য শহরে এসে পৌঁছেছে ইভিএম। গত সপ্তাহে কলকাতা পুলিশের আটটি দল ভিন্ রাজ্য থেকে ওই ইভিএম মহানগরে নিয়ে এসেছে। সেগুলি আলিপুর সার্ভে বিল্ডিং-সহ একাধিক জায়গায় রাখা হয়েছে কঠোর নিরাপত্তায়। সূত্রের খবর, ছত্তীসগঢ়, তেলঙ্গানা, বিলাসপুর-সহ বিভিন্ন জায়গা থেকে গাড়ির কনভয় করে ওই ইভিএম নিয়ে আসা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Armed Force Election Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE