চাপের মুখে এ বার আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন আলিপুরের তৃণমূল নেতা প্রতাপ সাহা।
বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সভায় হামলা চালানো এবং পুলিশকে নিগ্রহের অভিযোগে প্রতাপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আলিপুর থানা। ওই তৃণমল নেতাকে ধরার জন্য ঘটনার দিন থেকেই উপরতলার উপরে চাপ সৃষ্টি করে আসছে নিচুতলার পুলিশেরা। প্রতাপের বিরুদ্ধে তাঁদের নিগ্রহের স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা। এই নেতার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহেও নেমেছেন তাঁরা। তবে দলের নির্দেশে গা-ঢাকা দিয়ে রয়েছেন প্রতাপ।
তৃণমূল সূত্রের খবর, দলের নেতৃত্বের তরফ থেকেই গ্রেফতারি এড়াতে প্রতাপকে আগাম জামিনের আবেদন করতে বলা হয়েছে। আপাতত তাঁকে প্রকাশ্যে আসতেও বারণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আলিপুর আদালতে ওই নেতার হয়ে আগাম জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। ওই আর্জির শুনানি হতে পারে আগামী ২৪ এপ্রিল। তবে তার আগে প্রতাপকে গ্রেফতার করতে তাঁদের কোনও বাধা নেই বলেই জানিয়েছে পুলিশ। এক তদন্তকারী অফিসার বলেন, ‘‘সাধারণত এ সব ক্ষেত্রে অভিযুক্তের আইনজীবী চিঠি দিয়ে আমাদের আবেদনের বিষয়টি জানান। কিন্তু এ ক্ষেত্রে আমরা কোনও চিঠি পাইনি। চিঠি পেলেও প্রতাপকে ধরতে আমাদের কোনও আইনি সমস্যা নেই।’’