কমিউনিটি হলের একপাশের জমিতে অস্থায়ী ছাউনি করে মজুত করা হয়েছিল ডেকরেটরের বিভিন্ন সামগ্রী। সোমবার সকালে বুলডোজার এনে সেই সব মালপত্র সরিয়ে দিল বিধাননগর পুরসভা।
সল্টলেকের ইই ব্লকের এই ঘটনায় ফের সামনে এসেছে শাসক দলের অভ্যন্তরীণ মতানৈক্য। স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ (আলো) সুধীর সাহার অভিযোগ, তাঁকে না জানিয়েই তাঁর ওয়ার্ডে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তাঁর আরও অভিযোগ, নিয়ম সকলের জন্য এক হলেও উচ্ছেদের ক্ষেত্রে তা মানা হচ্ছে না।
যদিও মেয়র সব্যসাচী দত্তের দাবি, স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমেই জমি দখলের বিষয়টি পুরসভার কাছে আসে। এই ক্ষেত্রে একাধিক বার ওই ব্যবসায়ীকে সরে যেতে বলা হয়েছিল।