Advertisement
E-Paper

গঙ্গাতীরে ‘নিখোঁজ’ প্রাক্তন ফৌজি

সকালে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার। মঙ্গলবার সকালে দক্ষিণ বন্দর থানার স্ট্র্যান্ড রোডের ধারে একটি রেস্তোরাঁর কাছ থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পুলিশ জানিয়েছে, বাসুদেব বন্দ্যোপাধ্যায় (৭০) নামে ওই প্রাক্তন সেনা অফিসার বেহালার বারিকপাড়া রোডে স্ত্রী-র সঙ্গে থাকেন। তাঁর এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০৩:৪৮
বাসুদেব বন্দ্যোপাধ্যায়

বাসুদেব বন্দ্যোপাধ্যায়

সকালে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার। মঙ্গলবার সকালে দক্ষিণ বন্দর থানার স্ট্র্যান্ড রোডের ধারে একটি রেস্তোরাঁর কাছ থেকে নিখোঁজ হয়ে যান তিনি।
পুলিশ জানিয়েছে, বাসুদেব বন্দ্যোপাধ্যায় (৭০) নামে ওই প্রাক্তন সেনা অফিসার বেহালার বারিকপাড়া রোডে স্ত্রী-র সঙ্গে থাকেন। তাঁর এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাসুদেববাবুর স্ত্রী-র লিখিত বয়ান অনুযায়ী, এ দিন সকালে তিনি তাঁর গাড়িচালককে প্রথমে বলেন, গাড়ি নিয়ে ফোর্ট উইলিয়ামের দিকে যাওয়ার জন্য। কিন্তু রাস্তায় বেরোনোর পরে হঠাৎই তাঁকে স্ট্র্যান্ড রোডের পাশে ওই রেস্তোরাঁয় নিয়ে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি গাড়িচালককে জানান, তাঁর এক বন্ধুর আসার কথা। তার পরে মালিকের কথামতো গাড়ি নিয়ে বা়ড়িতে ফিরে আসেন চালক।

দুপুর পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় সন্দেহ হয় বাসুদেববাবুর স্ত্রী-র। তিনি গাড়িচালককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। গাড়িচালক তাঁকে সব কথা জানালে তিনি চলে আসেন ওই রেস্তোরাঁয়। খোঁজাখুঁজি করতে গিয়ে গঙ্গার ধারেই তিনি বাসুদেববাবুর জামাকাপড়, জুতো এবং ব্যাগ দেখতে পান। কিন্তু বাসুদেববাবুকে কোথাও দেখতে পাননি।

শেষ পর্যন্ত দক্ষিণ বন্দর থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি। খবর পেয়েই রিভার ট্র্যাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করে। নামানো হয় ডুবুরি। যদিও রাত পর্যন্ত বাসুদেববাবুর কোনও খোঁজ পাওয়া যায়নি।

south bandar thana south port police station ex army man missing basudeb bandyopadhyay ganga river side missing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy