যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য আশিস বর্মার (৫৫) মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি সাদার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে একাই থাকতেন। শনিবার দুপুরে ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে টালিগঞ্জ থানার পুলিশ। কী কারণে আশিসবাবুর মৃত্যু হল, তা এখনও নিশ্চিত নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন পরিচারিকা কাজে এসে দেখেন, আশিসবাবুর ফ্ল্যাটের দরজা খোলা। ঘরের ভিতরে বিছানায় পড়ে রয়েছেন তিনি। পুলিশকে জানানোর পাশাপাশি ওই পরিচারিকা প্রতিবেশীদেরও খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় টালিগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে।
এ বিষয়ে ওই পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর মৃত্যু স্বাভাবিক না কি এর নেপথ্যে অন্য কোনও ঘটনা আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। টালিগঞ্জ থানা ছা়ড়াও ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। ঘর থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।