Advertisement
১০ মে ২০২৪
Explosives

নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার বোমা

এ দিন দুপুরে এন্টালি থানা এলাকার স্যর সৈয়দ আহমেদ রোডের একটি নির্মীয়মাণ চারতলা বাড়ির একতলা থেকে ওই কৌটোবোমাগুলি উদ্ধার করা হয়।

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ০৩:৫৩
Share: Save:

ভোটের মাস তিনেক আগে থেকেই রাজনীতির পারদ তুঙ্গে উঠেছে। এ হেন পরিস্থিতিতে কলকাতার এন্টালি এলাকা থেকে শনিবার দুপুরে উদ্ধার করা হল ২২টি তাজা দেশি কৌটোবোমা।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে এন্টালি থানা এলাকার স্যর সৈয়দ আহমেদ রোডের একটি নির্মীয়মাণ চারতলা বাড়ির একতলা থেকে ওই কৌটোবোমাগুলি উদ্ধার করা হয়। একটি ঘরের লফ্‌টের ভিতরে দু’টি বাক্সের মধ্যে সেগুলি লুকিয়ে রাখা ছিল। প্রসঙ্গত, কিছু দিন আগে বন্দর এলাকা থেকেও উদ্ধার হয়েছিল তাজা বোমা।

পুলিশ জানায়, এ দিন দুপুরে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের দু’জন অফিসার এন্টালি থানায় এসে জানান, ওই ঠিকানায় বোমা রাখা আছে। সেই খবর পেয়ে

ঘটনাস্থলে যায় এন্টালি থানা এবং লালবাজারের বম্ব স্কোয়াড। নস্যির কৌটোর থেকে একটু বড়

আকারের ওই দেশি কৌটোবোমাগুলি উদ্ধারের পরে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে সেগুলি বালি চাপা দিয়ে রাখা হয়েছে। পরে তা নিষ্ক্রিয় করা হবে।

পুলিশ সূত্রের খবর, বোমা উদ্ধারের পরে প্রথমেই এলাকাটি ঘিরে ফেলেছিল পুলিশ। বিকেলে লালবাজারের বম্ব স্কোয়াড বোমা সরিয়ে নিয়ে যায়। পুলিশ জানায়, কোথা থেকে ওই বোমা এল বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি সেখানে লুকিয়ে রেখেছিল, তা জানার চেষ্টা করছে তারা। এ জন্য ওই বাড়িতে কর্মরত শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

লালবাজারের এক আধিকারিক জানিয়েছেন, ওই এলাকাটি বেশ নির্জন। ওই নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার এবং জমির মালিকদের মধ্যে কোনও বিষয়ে বিরোধ রয়েছে বলেও জানা গিয়েছে। সেই সুযোগেই কোনও দুষ্কৃতী দল ওই বোমা সেখানে মজুত করেছিল বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ওই বোমার সঙ্গে কোনও রাজনৈতিক দলের কেউ জড়িত কি না, তা নিয়ে কেউ কিছু বলতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Explosives Under construction building Entally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE