এক সপ্তাহ কাটতে পারল না। ফের আগুন লাগল শহরের হাসপাতালে। এ বার আর জি কর মেডিক্যাল কলেজ।
পুলিশ ও দমকল সূত্রে খবর, সোমবার সকাল পৌনে ১০টা নাগাদ হাসপাতালের তিনতলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। ঘটনার জেরে হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয়দের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়।
প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের ধারণা, তিনতলায় হাসপাতালের জরুরি বিভাগের পাশে ডাঁই করে রাখা আবর্জনার স্তূপেই প্রথমে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গত সোমবার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের বহির্বিভাগের দোতলায় লাইব্রেরি লাগোয়া ফল্স সিলিং থেকে ধোঁয়া বেরোতে দেখায় যায়। তবে, সঙ্গে সঙ্গে তা নজরে আসায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছিল। তার দু’দিন আগেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আগুন লাগে।
আরও পড়ুন