রাস্তা সাফাইয়ের কাজে বাধা আসছে— এই অভিযোগ ‘টক টু মেয়র’ কর্মসূচিতে সরাসরি অভিযোগ পেয়ে অবশেষে কঠোর অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এ বার সেই ঘোষণা কার্যকর করতে পদক্ষেপ শুরু হল। কলকাতার রাস্তায় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত শহরের রাস্তায় কোনও গাড়িই পার্ক করে রাখা যাবে না। বিশেষ করে যে সব গাড়ি দিনের পর দিন রাস্তার ধারে পড়ে থাকে, সেগুলি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
কিছু দিন আগে পুরসভার মাসিক অধিবেশনে রাস্তা সাফাই নিয়ে একই সমস্যা তুলে ধরেছিলেন পুরসভার চেয়ারপার্সন মালা রায়। পুরসভা সূত্রে জানা যায়, সেই আলোচনা থেকেই বিষয়টি গুরুত্ব পায়। তবে ‘টক টু মেয়র’ কর্মসূচিতে অভিযোগ ওঠার পরেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় এবং পুরসভা বাস্তব পদক্ষেপ শুরু করে। মেয়রের নির্দেশে পুর কমিশনার সুমিত গুপ্তা পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। নতুন নিয়ম কার্যকর করতে লালবাজারের সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনার মনোজ বর্মাকে চিঠি দিয়েছে পুরসভা। চিঠি পাঠানোর পর মেয়র ও পুলিশ কমিশনারের মধ্যে ফোনে কথা হয়। ঠিক হয়, কলকাতা পুলিশ থানাভিত্তিক বৈঠকের মাধ্যমে পুরসভাকে পুরো প্রক্রিয়া ও সহযোগিতার বিষয়টি জানিয়ে দেবে। পাশাপাশি, পুরসভা আইনি ভাবে কী ব্যবস্থা নিতে পারে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
শহরে বহু জায়গায় রাস্তার ধারে মাসের পর মাস পরিত্যক্ত গাড়ি পড়ে থাকে—অনেক ক্ষেত্রে তা থানার সামনেও দেখা যায়। এ সব গাড়ির নীচে ময়লা জমে, ফলে রাস্তা পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। বহু এলাকায় ফ্ল্যাট বা বাড়ির সামনে সারা বছর গাড়ি পার্কিংয়ের কারণেও ঝাড়ুদারেরা কাজে নামতে পারেন না। ফলে নিয়মিত সাফাই কার্যত বাধাপ্রাপ্ত হয়। এই পরিস্থিতি বদলাতে পুরসভা কড়া অবস্থান নিয়েছে। পুরসভার এক শীর্ষ আধিকারিক জানান, “পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে যে সব গাড়ি রাস্তার ধারে পড়ে আছে, সেগুলি সরাতে নির্দেশ দেওয়া হবে।”
এ ছাড়া খুব শিগগিরই প্রচারও শুরু করবে পুরসভা। প্রচারের মাধ্যমে শহরবাসীকে জানানো হবে— সকালে ৭টা থেকে ৯টা পর্যন্ত সাফাই চলবে, তাই ওই সময় রাস্তা ফাঁকা রাখতে হবে। নগরজীবনের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে ও পরিচ্ছন্ন কলকাতা গড়তে পুরসভার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।