Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Fire

তপসিয়ার জুতো কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে।

তপসিয়ার কারখানায় আগুন।

তপসিয়ার কারখানায় আগুন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২১ ০৮:১৩
Share: Save:

ফের আগুন লাগার ঘটনা ঘটল শহরে। শনিবার ভোরে আগুন লাগে তপসিয়া রোডের একটি কারখানায়। ওই কারখানায় রবারের জুতো তৈরি হত বলে জানা গিয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে। সকাল ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দমকল।

তপসিয়ার এই কারখানা সংলগ্ন এলাকাটি বেশ ঘিঞ্জি। সেখানেই ভোর ৪টে নাগাদ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। যার জেরে কারখানার একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুনের জেরে গোটা এলাকা ভরে গিয়েছে কালো ধোঁয়ায়। খবর পেয়ে আসে দমকল। তারা কারখানার ছাদ ভেঙে এক নিরাপত্তারক্ষীকে উদ্ধার করেছে। এলাকা ঘিঞ্জি হওয়ায় কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের।

তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির ব্যাপারেও এখনও অবধি কিছু জানায়নি দমকল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Topsia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE