নিউটাউনের পর এ বার ওয়েলিংটনের ভুটিয়া মার্কেট। কলকাতায় জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে নিউটাউনের থাকদাঁড়িতে একটি বহুতলে আগুন লেগেছিল। বিকেলে ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে আগুন লাগে। বিকেল ৪টে ৪২ মিনিটে দমকলের কাছে আগুন লাগার খবর যায়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে শীতবস্ত্র বিক্রি হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, তাই দমকলবাহিনী তৎপরতার সঙ্গে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে নিউটাউনের যে বহুতলে আগুন ধরেছিল, সেখানে একটি সংস্থার অফিসও রয়েছে। বহুতলের উপরে যাওয়ার সিঁড়ি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। তবে দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে দমকল।
বুধবার সন্ধ্যাতেও শহরের আনন্দপুরের নোনাডাঙায় মাতঙ্গিনী কলোনি বস্তিতে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের জেরে বস্তির একাধিক ঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের যায় সাতটি ইঞ্জিন। এই ঘটনার পরের দিনই শহরের আরও দু’জায়গায় অগ্নিকাণ্ড ঘটল।