বাগুইআটিতে গাড়িতে আগুন। জানা গিয়েছে, বাগুইআটি উড়ালপুলের নীচে একটি অ্যাপ ক্যাবে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে দমকলের দু’টি ইঞ্জিন।
সোমবার সন্ধ্যায় বাগুইআটি উড়ালপুলের নীচে একটি গাড়িতে আচমকাই আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা গাড়িটি। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার খবর ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকলবাহিনী। তবে রাস্তায় যানজট থাকায় পৌঁছোতে দেরি হচ্ছে দমকলের গাড়ির। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনাই প্রাথমিক কাজ। তার পরে খতিয়ে দেখা হবে কী ভাবে আগুন লাগল। হতাহতের কোনও খবর মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বাগুইআটি থানার পুলিশ। অতীতেও কলকাতার রাস্তায় চলন্ত বাস বা গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
গত কয়েক দিনে কলকাতায় পর পর অগ্নিকাণ্ড ঘটে। দিন দুয়েক আগে লালবাজারের কাছে এজ়রা স্ট্রিটের গুদামে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। দমকলের ২০টি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তার আগে চাঁদনি চকে সিইএসসি দফতরের ট্রান্সফর্মার ফেটে আগুন লাগে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।