Advertisement
০৬ মে ২০২৪

বাড়িতে আগুন, মৃত্যু যুবকের

স্থানীয় সূত্রের খবর, সঞ্জয় আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। দমদমে স্থানীয় একটি মুদির দোকানে কাজ করতেন তিনি। বেদিয়াপাড়ায় নিজের মাসির বাড়িতে থাকতেন সেই কাজের সূত্রে। ওই বাড়ির মালিক সমীরণ দাস ওরফে মন্টু দাসের মৃত সঞ্জয়ের মেসোমশাই।

ভস্মীভূত: অগ্নিকাণ্ডের পরে। বৃহস্পতিবার, বেদিয়াপাড়ায়। নিজস্ব চিত্র

ভস্মীভূত: অগ্নিকাণ্ডের পরে। বৃহস্পতিবার, বেদিয়াপাড়ায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৪:২৯
Share: Save:

বাড়িতে আগুন লেগে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দমদমের বেদিয়াপাড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় দত্ত (৪০)। স্থানীয় সূত্রের খবর, ওই দিন অনেক রাতে বেদিয়াপাড়ার ওই বাড়ির সিঁড়ির কাছে আগুন লাগে। তার জেরে বাড়ির ভিতরে আটকে পড়েন প্রায় ছ’-সাত জন। দমকল সূত্রে জানা গিয়েছে, বাকিদের উদ্ধার করা গেলেও, সঞ্জয়কে বার করতে প্রায় ভোর হয়ে যায়। এর পরে অগ্নিদগ্ধ অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে ওই বাড়িতে বিশ্বজিৎ দাস নামে আর এক জন গুরুতর ভাবে জখম হয়েছেন। তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, সঞ্জয় আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। দমদমে স্থানীয় একটি মুদির দোকানে কাজ করতেন তিনি। বেদিয়াপাড়ায় নিজের মাসির বাড়িতে থাকতেন সেই কাজের সূত্রে। ওই বাড়ির মালিক সমীরণ দাস ওরফে মন্টু দাসের মৃত সঞ্জয়ের মেসোমশাই।

দমকল জানায়, রাত আড়াইটে নাগাদ আগুন লাগলে খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরে যায় চার দিক। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, তিনতলা ওই বাড়ির বিভিন্ন ঘরে ৬-৭ জন ছিলেন। আটকে পড়েছিলেন সকলেই। কাউকে বারান্দা দিয়ে, কাউকে আবার গ্রিল কেটে উদ্ধার করেন বাসিন্দারা। কিন্তু ধোঁয়ায় সঞ্জয়কে দেখা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। ভোরে আগুন নেভানোর পরে ওই বাড়ির ঠাকুরঘরের কাছ থেকে সঞ্জয়ের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়।

ওই বাড়ির আর এক বাসিন্দা জানান, সিঁড়ির ঘরে দু’টি স্কুটি ও একটি মোটরবাইক ছিল। কোনও ভাবে ওই গাড়িগুলিতে আগুন ধরে যায়। বাইকের ট্যাঙ্কে থাকা পেট্রোলে আগুন লাগায় চারপাশ দাউ দাউ করে জ্বলতে শুরু করে। বৃহস্পতিবারও ওই বাড়িতে কেউ ঢুকতে পারেননি।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে কিছু জানায়নি দমকল। তবে কর্মীদের অনুমান, সিঁড়ির ঘরে শর্ট সার্কিটের জেরেই এমন ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। শুরু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর তদন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Dumdum Dead দমদম
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE