Advertisement
০৬ মে ২০২৪

রেশন দোকানে অভিযান

খাদ্য দফতরের হিসেব বলছে, জোগানের সমস্যা নেই। অথচ দফতরের টোল-ফ্রি নম্বরে অসংখ্য অভিযোগ। গ্রাহকেরা রেশন দোকানে খাদ্যদ্রব্য পাচ্ছেন না— এমন অভিযোগ পেয়ে ফের একাধিক রেশন দোকানে অভিযান চালালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০২:১৮
Share: Save:

খাদ্য দফতরের হিসেব বলছে, জোগানের সমস্যা নেই। অথচ দফতরের টোল-ফ্রি নম্বরে অসংখ্য অভিযোগ। গ্রাহকেরা রেশন দোকানে খাদ্যদ্রব্য পাচ্ছেন না— এমন অভিযোগ পেয়ে ফের একাধিক রেশন দোকানে অভিযান চালালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রবিবার যশোহর রোডের গ্রিন পার্ক, কালিন্দী, জপুর ও দমদম ক্যান্টনমেন্টের চারটি রেশন দোকানে অভিযান চালান খাদ্যমন্ত্রী। নিয়ম বহির্ভূত কাজের খতিয়ানও হাতেনাতে ধরে ফেলেন। মন্ত্রী দেখেন, খাদ্য দফতরের ক্যাশ মেমো নকল করেই চলছে বিক্রিবাট্টা। জানা গিয়েছে, চারটি দোকানে চাল, গম, চিনি, ময়দা মিলিয়ে প্রায় ১৩ লক্ষ টাকার জিনিস বিক্রির হিসেব মেলেনি। তদন্তকারীদের অভিযোগ, গ্রাহকদের দেওয়ার বদলে সেগুলি খোলা বাজারে বিক্রি করা হয়েছে।

খাদ্য দফতর সূত্রের খবর, রাজ্যের ২০,১৮৬টি রেশন দোকানের মধ্যে ১০৯৫টি রেশন দোকানে ইতিমধ্যেই অভিযান চালিয়ে বেআইনি কারবারের হদিস মিলেছে। অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা, কারণ দর্শানো, দোকান বন্ধ করে দেওয়া, লাইসেন্স বাতিল করা, এমনকী গ্রেফতারির পথও খোলা রয়েছে। কিন্তু তাতেও বেআইনি কারবার বন্ধ হচ্ছে না।

খাদ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘এখনও এক শ্রেণির রেশন দোকানের মালিকেরা ভাবছেন খাদ্য দফতর তাঁদের বেআইনি কারবার ধরতে পারবে না। কিন্তু লাগাতার অভিযান চলবে। বেআইনি কাজ বন্ধ করা হবেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE