Advertisement
E-Paper

নোট বাতিলে মৃতদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট!

তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন, তখন প্রধানমন্ত্রীর সেই ঘোষণার জেরে ‘মৃত’দের স্মরণে কলকাতায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে তাঁরই দল তৃণমূল কংগ্রেসের রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের কর্মীরা। আর সেই ফুটবল টুর্নামেন্টের পোস্টার ছেপে তা পাড়ার দেওয়ালে দেওয়ালে সেঁটে দেওয়া হয়। সেই টুর্নামেন্টটা হয় দিন-রাতের। আর সেটা চলে দু’দিন ধরে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ১৮:৩০
বাগুইআটিতে সেই পোস্টার।

বাগুইআটিতে সেই পোস্টার।

তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন, তখন প্রধানমন্ত্রীর সেই ঘোষণার জেরে ‘মৃত’দের স্মরণে কলকাতায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে তাঁরই দল তৃণমূল কংগ্রেসের রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের কর্মীরা। আর সেই ফুটবল টুর্নামেন্টের পোস্টার ছেপে তা পাড়ার দেওয়ালে দেওয়ালে সেঁটে দেওয়া হয়। সেই টুর্নামেন্টটা হয় দিন-রাতের। আর সেটা চলে দু’দিন ধরে।

তেমনই একটি ফুটবল টুর্নামেন্টের পোস্টার ছেপে তা পাড়ার দেওয়ালে দেওয়ালে সেঁটে দেওয়া হয়েছে। বাগুইআটিতে। যাতে বলা হয়েছে, ‘প্রাণঘাতী নোট বাতিলের কারণে মৃত দেশবাসীদের মনে রেখে দিনে-রাতে দু’দিনের ফুটবল টুর্নামেন্ট’। যে টুর্নামেন্টের ‘অনুপ্রেরণা’য় লেখা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আর ‘উদ্যোগে’ কে রয়েছেন সেই টুর্নামেন্টের? পোস্টারে লেখা রয়েছে রাজ্যের কৃষিমন্ত্রী ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পূর্ণেন্দু বসুর নাম।

আরও পড়ুন, ‘কাঁধ আর ছাতি চওড়া হলেই প্রধানমন্ত্রী হওয়া যায় নাকি!

পোস্টারের ঘোষণা, সেই ফুটবল টুর্নামেন্টটি হবে ১০ আর ১১ ডিসেম্বর, বাগুইআটির নারায়ণতলা (পশ্চিম)-য় পল্লীশ্রী সঙ্ঘের মাঠে। ‘আয়োজক’ হিসেবে লেখা রয়েছে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। মন্তব্য নিষ্প্রয়োজন।

Football Tounament In Memory Of The Persons lost their lives due to PM's Announcement Over Note Ban Football Tounament In Memory Of The Persons lost their lives Note Ban
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy