Advertisement
২৪ অক্টোবর ২০২৪

বৃষ্টিতে ভাঙল ৪টি বাড়ি

এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার হেরম্ব দাস লেনের একটি পরিত্যক্ত বাড়ির একতলার দেওয়ালের অংশ ভেঙে পড়ে। কিছু দিন আগেই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করে পুরসভা। গিরিশ পার্ক থানা এলাকার ভুবন ব্যানার্জি লেনে পুরনো বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলে যান পুলিশকর্মী এবং পুর আধিকারিকেরা। পুলিশ জানিয়েছে, সংস্কারের অভাবে একতলা বাড়িটি জরাজীর্ণ হয়েছিল।

ভগ্নদশা: ভেঙে পড়েছে ওষুধের দোকান। বুধবার, এন্টালিতে। নিজস্ব চিত্র

ভগ্নদশা: ভেঙে পড়েছে ওষুধের দোকান। বুধবার, এন্টালিতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০৩:০৮
Share: Save:

মঙ্গলবার দিনভর এবং বুধবার সকালের একটানা বৃষ্টিতে শহরের কয়েকটি জায়গায় ভেঙে পড়ল বাড়ির অংশ। বুধবার সকালে দূরদর্শন ভবন সংলগ্ন উদয়শঙ্কর সরণিতে একটি বড় গাছ উপড়ে যানজট হয়। পুলিশ ও পুরসভা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার হেরম্ব দাস লেনের একটি পরিত্যক্ত বাড়ির একতলার দেওয়ালের অংশ ভেঙে পড়ে। কিছু দিন আগেই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করে পুরসভা। গিরিশ পার্ক থানা এলাকার ভুবন ব্যানার্জি লেনে পুরনো বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলে যান পুলিশকর্মী এবং পুর আধিকারিকেরা। পুলিশ জানিয়েছে, সংস্কারের অভাবে একতলা বাড়িটি জরাজীর্ণ হয়েছিল।

অন্য দিকে, ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার রাতেই এন্টালির গিরিশচন্দ্র বসু রোডে একটি ওষুধের দোকান ভেঙে পড়ে। পুলিশ সূত্রে খবর, দোকানটি চার বছর ধরে বন্ধ ছিল। ওই রাতেই বড়বাজার থানা এলাকার আর্মেনিয়ান স্ট্রিটে একটি ছ’তলা বাড়ির পাঁচিল ভেঙে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ, পুরসভা, দমকল এবং সিইএসসি-র আধিকারিকেরা।

পুলিশের দাবি, সব জায়গার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই সব ঘটনায় হতাহতের কোনও খবরও নেই।

অন্য বিষয়গুলি:

Bulding Collapse Rain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE