Advertisement
০৩ মে ২০২৪
Fraud

চাকরির নামে প্রতারণা, ধৃত রেলকর্মী

ওই মহিলার আরও অভিযোগ, তাঁর ছেলের চাকরির নিয়োগপত্রও দেখিয়েছিল অভিযুক্ত। আশ্বাস দিয়েছিল, আরও উঁচু পদে ছেলের চাকরি করে দেবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ ০২:১৩
Share: Save:

রেলে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে রেলের এক কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অমিতাভ চৌধুরী। বাড়ি শিলিগুড়িতে। তিনি নর্দান-ফ্রন্টিয়ার রেলওয়ের কর্মী।

পুলিশ জানিয়েছে, বেলেঘাটার এক বাসিন্দা গায়ত্রী সাহার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অমিতাভের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। ওই ব্যক্তি আশ্বাস দেন, বছর চল্লিশের গায়ত্রীদেবী ও তাঁর ছেলেকে রেলে চাকরি পাইয়ে দেবেন। এর জন্য অমিতাভ কয়েক লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। ওই মহিলা সোনার হার বিক্রি করে সেই টাকা অমিতাভের অ্যাকাউন্টে জমা দেন।

ওই মহিলার আরও অভিযোগ, তাঁর ছেলের চাকরির নিয়োগপত্রও দেখিয়েছিল অভিযুক্ত। আশ্বাস দিয়েছিল, আরও উঁচু পদে ছেলের চাকরি করে দেবে। সে জন্য আরও টাকা দাবি করলে সন্দেহ হয় গায়ত্রীদেবীর। মঙ্গলবার সন্ধ্যায় অমিতাভকে শিয়ালদহ স্টেশন সংলগ্ন এক জায়গায় দাঁড়াতে বলেন গায়ত্রীদেবী। জানান, তিনি সরাসরি টাকা দিতে চান। সেই মতো অমিতাভ পৌঁছলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

বুধবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে তোলা হয়। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানান, প্রতারণা চক্রের বাকিদের হদিস পেতে তদন্তকারীরা অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করতে চান। টাকা উদ্ধারের জন্যেও জেরার প্রয়োজন রয়েছে। এর পরেই বিচারক শুভদীপ রায় অভিযুক্তকে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fraud Scam Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE