সাড়ে চার বছর আগে ভুয়ো কার্ডে সোনার গয়না কেনা হয়েছে বলে অভিযোগ করেছিল একটি বেসরকারি ব্যাঙ্ক। সেই ঘটনায় বুধবার নাইজেরিয়ার তিন নাগরিককে কারাদণ্ড দিল কলকাতা নগর দায়রা আদালত। ওই মামলাতেই অভিযুক্ত চার ভারতীয় নাগরিক অবশ্য বেকসুর খালাস পেয়েছেন।
২০১০-এর ওই ঘটনার তদন্তে নেমে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াতির হদিস পেয়েছিল লালবাজার। তিন নাইজেরীয়-সহ সাত জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে চক্রের মূল পাণ্ডা পিটার ওরেনুবিকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক। অ্যাডাম বেনসন এবং জেমস তায়ো-র যথাক্রমে সাত এবং তিন বছরের জেল হয়েছে। তিন জনেই এত দিন জেল-হাজতে ছিল।
লালবাজার সূত্রের খবর, বিদেশের বিভিন্ন দোকান ও শপিং মলের ক্রেডিট কার্ড সোয়াইপ মেশিনে বিশেষ যন্ত্র লাগিয়ে লোকজনের কার্ডের তথ্য চুরি করে নিত জালিয়াতেরা। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ফাঁকা কার্ডে পুরে দেওয়া হত সেই তথ্য। সেই কার্ড দিয়ে বিভিন্ন এজেন্ট মারফত দামি গয়না ও জিনিসপত্র কেনা হত। গোয়েন্দারা জানান, এই মামলায় জেমসের সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু আগে একটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশি সংক্রান্ত আইন অনুযায়ী সে জেল বা সরকারি হোমের বাইরে বেরোতে পারবে না।