Advertisement
০৮ মে ২০২৪

রাতেও এ বার চলবে সরকারি বাস-ট্রাম

৭ মার্চ থেকে রাতের শহরের ১৪টি রুটে ২৬টি বাস এবং একটি রুটে ট্রাম চালাবে রাজ্য পরিবহণ নিগম। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত মিলবে ওই পরিষেবা।

ফিরোজ ইসলাম
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০২:২০
Share: Save:

রাতের কলকাতায় রেল স্টেশন, বিমানবন্দর বা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে যাতায়াত নিয়ে আর দুর্ভাবনায় পড়তে হবে না যাত্রীদের।

৭ মার্চ থেকে রাতের শহরের ১৪টি রুটে ২৬টি বাস এবং একটি রুটে ট্রাম চালাবে রাজ্য পরিবহণ নিগম। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত মিলবে ওই পরিষেবা। সরকারি ভাবে সে দিনই ওই পরিষেবা উদ্বোধন করার কথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর।

হাওড়া-শিয়ালদহ স্টেশন ছাড়াও বিমানবন্দর, সরকারি ব্লাড ব্যাঙ্ক এবং শহরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ছুঁয়ে চলাচল করবে বাসগুলি। পরিবহণ নিগম সূত্রে খবর, প্রত্যেকটি বাস সংশ্লিষ্ট রুটে অন্তত ২-৩ বার ট্রিপ করবে।

১৪টির মধ্যে হাওড়া স্টেশন থেকে সবচেয়ে বেশি মোট ৯টি রুটের বাস ছাড়বে। এ ছাড়াও ডানলপ, শ্যামবাজার, সাঁতরাগাছি থেকেও বিভিন্ন রুটের বাস ছাড়বে। হাওড়া থেকে বিমানবন্দর, ব্যারাকপুর, বারাসত, গড়িয়া (দু’টি রুট), পাটুলি, কামালগাজি, জোকা এবং বালিগঞ্জ রুটে বাস চলবে। ডানলপ থেকে বালিগঞ্জ, শ্যামবাজার থেকে বারাসত এবং সাঁতরাগাছি থেকে বিমানবন্দর রুটেও চলবে বাস। যে সব জায়গা থেকে রাতে বাস ছাড়বে সেখানে পুলিশি পাহারা থাকবে বলে দফতর সূত্রে খবর। এ ছাড়াও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার মতো প্রস্তুতি রাখা হবে। ‘পথ-দিশা’ অ্যাপে এই বাসগুলির হদিস মিলবে।

হাওড়া থেকে ২টি বাস মহাত্মা গাঁধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, কাঁকুড়গাছি, ভিআইপি রোড হয়ে চলবে বিমানবন্দর পর্যন্ত। মেডিক্যাল কলেজ এবং সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের কাছ দিয়ে যাবে ওই বাসগুলি। হাওড়া থেকে শ্যামবাজার, বি টি রোড হয়ে ব্যারাকপুরগামী ২টি বাস ছুঁয়ে যাবে মেডিক্যাল কলেজ এবং আরজিকর হাসপাতাল। হাওড়া থেকে ২টি বাস চলবে কাঁকুড়গাছি, ভিআইপি রোড, মধ্যমগ্রাম হয়ে বারাসত পর্যন্ত।

এ ছাড়াও হাওড়া থেকে কামালগাজি এবং গড়িয়া পর্যন্ত চলবে ৩টি বাস। কামালগাজিগামী বাস শিয়ালদহ স্টেশন হয়ে বেলগাছিয়া মেন রোড-বাইপাস হয়ে যাবে। এনআরএস মেডিক্যাল কলেজ, বি আর সিংহ, বেলেঘাটা আইডি ছাড়াও বাইপাস সংলগ্ন একাধিক বেসরকারি হাসপাতালের কাছ দিয়ে যাবে ওই বাস। দু’টি ট্রাম চলবে বেলগাছিয়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে।

পরিবহণ দফতরের এক কর্তা বলেন, “রেল স্টেশন ও বিমানবন্দরে আসা যাত্রীরা ছাড়াও রাতের দিকে নানা কারণে হাসপাতালে যাতায়াত করতে হয় বহু মানুষকে। তাঁদের কথা ভেবেই রুট পরিকল্পনা করা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus and Tram Government transport Night shift
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE