Advertisement
E-Paper

মহাকরণের টালির খোঁজে গুজরাতের শরণে

রাইটার্স বিল্ডিংসের ঐতিহ্যপূর্ণ টালি খুঁজে বার করতে দিদির রাজ্য এ বার গেল মোদীর রাজ্যে!সব মিলছে, শুধু রাইটার্স বিল্ডিংসের মেন ব্লকের পোড়ামাটির তৈরি ছোট ছোট ওই টালিরই হদিস কোথাও নেই। অথচ, শতাব্দী প্রাচীন হেরিটেজ বিল্ডিংসের মেঝে তৈরি ওই টালি দিয়ে।

অত্রি মিত্র

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০২:২৬
সংস্কার: চলছে মহাকরণে কাজ। নিজস্ব চিত্র

সংস্কার: চলছে মহাকরণে কাজ। নিজস্ব চিত্র

রাইটার্স বিল্ডিংসের ঐতিহ্যপূর্ণ টালি খুঁজে বার করতে দিদির রাজ্য এ বার গেল মোদীর রাজ্যে!

সব মিলছে, শুধু রাইটার্স বিল্ডিংসের মেন ব্লকের পোড়ামাটির তৈরি ছোট ছোট ওই টালিরই হদিস কোথাও নেই। অথচ, শতাব্দী প্রাচীন হেরিটেজ বিল্ডিংসের মেঝে তৈরি ওই টালি দিয়ে। তা কোনও অবস্থাতেই বদলানো যাবে না।

দেশ-বিদেশ ঘুরেও কোনও লাভ হয়নি। এ বার তাই ওই টালি তৈরি করতে গুজরাতের মোরবি এলাকার দ্বারস্থ এ রাজ্যের সরকার। কিন্তু সেখানেও মিলবে কি না, তা-ও হলফ করে বলতে পারছেন না পূর্ত দফতরের কর্তারা। না পেলে কী হবে, তা ভেবেই হিমশিম তাঁরা।

ঘটনাটি ঠিক কী রকম?

রাজ্য পূর্ত দফতর সূত্রের খবর, মহাকরণ সংস্কারের কাজে হাত দেওয়ার পরেই রাজ্যের পূর্ত দফতরের কর্তারা দেশের বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজে ওই টাইলসের সন্ধান পাননি। ২০১৪ সালের নভেম্বরে প্রথম ওই টাইলসের খোঁজ দেন ব্রিটিশ প্রাচীন ভবন সংস্কার বিষয়ক স্থপতি ফিলিপ ডেভিস। ব্রিটিশ এক প্রতিনিধি দলের সঙ্গে রাইটার্স বিল্ডিংস দেখতে এসে ফিলিপ জানিয়ে যান, রাইটার্স বিল্ডিংসের মেন ব্লকের মেঝে তৈরি হয়েছিল বিশেষ ধরনের পোড়ামাটির টাইলস দিয়ে। ব্রিটেনের ট্রেন্টব্রিজে সেই টাইলস তৈরি হতো। মহাকরণ তৈরির সময়ে সেখান থেকেই নিয়ে আসা হয়েছিল ওই টাইলস।

কিন্তু পরে টেন্টব্রিজ এবং মোটের উপরে ব্রিটেনেও খোঁজ করে ওই টাইলসের সন্ধান মেলেনি। নবান্নের এক কর্তার কথায়, ‘‘শুধু মেলেনি নয়। যেখানে পাওয়ার সম্ভাবনা আছে, তা আনতে গেলে খুবই খরচসাপেক্ষ হয়ে উঠবে। তাই বিদেশ থেকে টাইলস নিয়ে আসার ভাবনা আমরা কার্যত ছেড়েই দিয়েছি।’’

আরও পড়ুন: বন্দিদের জন্য নিরন্তর লড়াই চালাচ্ছেন জেল খাটা মুনমুন

বিদেশের ভাবনা ছেড়ে দেশের বিভিন্ন রাজ্যেও খোঁজ চলেছে ওই টাইলসের। নবান্ন সূত্রে খবর, প্রথমে কর্নাটকে ওই টাইলসের খোঁজ করেছেন পূর্ত দফতরের কর্তারা। সেখানেও না মেলায় এ বার গুজরাতের মোরবি এলাকার শরণ নিয়েছেন তাঁরা।

পূর্ত দফতরের এক কর্তা বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই মোরবি এলাকার দু’-তিনটি সংস্থার কাছে ওই টালির নমুনা পাঠিয়েছি। তাদের ওই টালি তৈরি করতে বলা হয়েছে। হুবহু ও রকম টালি তৈরি করতে পারলে, খরচ কত জানিয়ে আমাদের টালি পাঠাবে তারা। পছন্দ হলে সংশ্লিষ্ট সংস্থাকে মেন ব্লকের মেঝের টালি তৈরির বরাত দেওয়া হবে।’’

কিন্তু ওই টালি আদৌ তৈরি করা যাবে কি না, গেলেও তার দাম কত পড়বে, তা ভেবেই চিন্তায় এখন নবান্নের কর্তারা।

Writers' Building Tiles Government Officials
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy