Advertisement
E-Paper

হোটেলের দখলে ফুটপাথ, মামলা

ফুটপাথ দখল করে বাগান করার জন্য পুরসভার অনুমতি নেওয়া হয়েছে কি না ‘দ্য ললিত গ্রেট ইস্টার্ন’ হোটেল কর্তৃপক্ষকে তা হলফনামা দাখিল করে জানাতে বলল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সোমবার নির্দেশ দিয়েছেন, ওই হোটেল কর্তৃপক্ষকে আগামী দু’সপ্তাহের মধ্যে ওই হলফনামা পেশ করতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ০২:৪৩
বিতর্ক ফুটপাথের এই অংশ নিয়েই। সোমবার। —নিজস্ব চিত্র

বিতর্ক ফুটপাথের এই অংশ নিয়েই। সোমবার। —নিজস্ব চিত্র

ফুটপাথ দখল করে বাগান করার জন্য পুরসভার অনুমতি নেওয়া হয়েছে কি না ‘দ্য ললিত গ্রেট ইস্টার্ন’ হোটেল কর্তৃপক্ষকে তা হলফনামা দাখিল করে জানাতে বলল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সোমবার নির্দেশ দিয়েছেন, ওই হোটেল কর্তৃপক্ষকে আগামী দু’সপ্তাহের মধ্যে ওই হলফনামা পেশ করতে হবে।

রাজভবনের উল্টো দিকে ওয়াটারলু স্ট্রিটের এক দিকের ফুটপাথ দখল করে হোটেল কর্তৃপক্ষ বাগান করেছেন এই অভিযোগে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। এ দিন শুনানিতে তিনি আদালতে জানান, এতে পথচারীরা অসুবিধায় পড়েছেন।

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অশোক বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলা গ্রহণযোগ্য হতে পারে না। কারণ, কোনও সাধারণ নাগরিক মামলা করেননি। জনস্বার্থে মামলা করেছেন এক আইনজীবী। তা শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “আইনজীবীর কি অসুবিধা হতে পারে না?” অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আরও জানান, দেশের বহু জায়গায় সৌন্দর্যায়নের জন্য এই ধরনের বাগান রয়েছে। তা শুনে প্রধান বিচারপতি বলেন, “অনেক জায়গাতেই রয়েছে বলে সব জায়গাতেই থাকবে, এটা ঠিক নয়।”

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই হোটেল কর্তৃপক্ষকে হলফনামা পেশ করে জানাতে বলেছে, যেখানে বাগান তৈরি হয়েছে, সেখানে ফুটপাথ ছিল কি না এবং বাগান তৈরির সময়ে পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কি না।

কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের এক আধিকারিক বলেন, “ফুটপাথ দখল করে বাগান তৈরির অনুমতি দেওয়া হয়নি।” হোটেলের জেনারেল ম্যানেজার রাকেশ মিত্র এই প্রসঙ্গে বলেন, “হাইকোর্ট বা কলকাতা পুরসভা আমাদের কাছে এই ব্যাপারে এখনও কিছু জানতে চায়নি।”

great eastern footpath hotel kolkata news online kolkata news latest news high court case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy