Advertisement
E-Paper

পুজোর মরসুমে কলকাতায় উদ্বোধন হবে নতুন ফ্যাশন স্টোর

লেটেস্ট ট্রেন্ড এবং টাইমলেস ক্লাসিক— দু’ধরনের পোশাকেরই বিপুল সম্ভার রয়েছে এই স্টোরে। ছোট ও বড়দের জন্য শুধু পোশাকই নয়, জুতো, অ্যাকসেসরিজ এবং লঁজারিরও সম্ভার থাকবে এখানে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ১৯:২৫
পুজোর মাসে শপিং-এর নতুন জায়গা। সেপ্টেম্বরেই উদ্বোধন।

পুজোর মাসে শপিং-এর নতুন জায়গা। সেপ্টেম্বরেই উদ্বোধন।

পুজোর মাসেই কলকাতায় নতুন ফ্যাশন ডেস্টিনেশন। আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড এইচ অ্যান্ড এম (হেনেস অ্যান্ড মরিটজ এবি) এ বার কলকাতায়। আগামী ২৩ সেপ্টেম্বর, উডবার্ন সেন্ট্রাল মলে উদ্বোধন হবে তাদের নতুন স্টোরের। মলের দু’টি ফ্লোর জুড়ে প্রায় ১৮ হাজার স্কোয়্যার ফিট এলাকায় তৈরি হয়েছে নতুন এই ‘রিটেল শপ’।

লেটেস্ট ট্রেন্ড এবং টাইমলেস ক্লাসিক— দু’ধরনের পোশাকেরই বিপুল সম্ভার রয়েছে এই স্টোরে। ছোট ও বড়দের জন্য শুধু পোশাকই নয়, জুতো, অ্যাকসেসরিজ এবং লঁজারিরও সম্ভার থাকবে এখানে।

আরও পড়ুন, আয়ু বাড়াতে দিনে ৪ কাপ কফি খেতে বলছেন গবেষকরা

আরও পড়ুন, ঘুমের আগে এই ৬ পানীয় ওজন কমাতে সাহায্য করবে

বিপণন সংস্থার কান্ট্রি ম্যানেজর জেন ইনোলা জানিয়েছেন, উদ্বোধনের দিন প্রথম তিন ক্রেতার জন্য থাকছে সারপ্রাইজ এবং গিফট কার্ডের উপহার।

ইতিমধ্যেই দেশ জুড়ে ১৭টি স্টোর রয়েছে এই বিপণন সংস্থার। ১৮ তম স্টোরটি উদ্বোধন হতে চলেছে মহানগরীতে। এইচ অ্যান্ড এম সংস্থার অনলাইন সাইটেও রয়েছে শপিংয়ের সুযোগ।

Fashion Retail Shop Hennes & Mauritz AB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy