Advertisement
২৫ এপ্রিল ২০২৪
অ্যাকোয়াটিকা

মিলেছে মহিলাদের পোশাক বদলের ছবি

বিনোদন পার্ক ‘অ্যাকোয়াটিকা’র সিসিটিভি থেকে মহিলাদের পোশাক বদলের ছবি মিলেছে। সোমবার এই দাবি করেছেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশকর্তারা। তদন্তকারীদের দাবি, মহিলাদের পোশাক বদলের ঘরে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। বাজেয়াপ্ত করা ফুটেজে তার প্রমাণও রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) অরিজিৎ সিংহ এ দিন বলেছেন, ‘‘রবিবার রাত থেকেই অ্যাকোয়াটিকা নামে ওই বিনোদন পার্কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।’’

অ্যাকোয়াটিকায় জিজ্ঞাসাবাদ পুলিশের। সোমবার।— নিজস্ব চিত্র।

অ্যাকোয়াটিকায় জিজ্ঞাসাবাদ পুলিশের। সোমবার।— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৫ ০২:১৩
Share: Save:

বিনোদন পার্ক ‘অ্যাকোয়াটিকা’র সিসিটিভি থেকে মহিলাদের পোশাক বদলের ছবি মিলেছে। সোমবার এই দাবি করেছেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশকর্তারা। তদন্তকারীদের দাবি, মহিলাদের পোশাক বদলের ঘরে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। বাজেয়াপ্ত করা ফুটেজে তার প্রমাণও রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) অরিজিৎ সিংহ এ দিন বলেছেন, ‘‘রবিবার রাত থেকেই অ্যাকোয়াটিকা নামে ওই বিনোদন পার্কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।’’

রবিবার‌ই ওই পার্কের ম্যানেজার কিষাণশঙ্কর-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগকারীদের মারধর করার দায়ে সোমবার গ্রেফতার করা হয়েছে ছ’জন বাউন্সারকেও।

সোমবার ওই পার্কে দেখা গেল, বড় লবির মধ্যে মহিলাদের পোশাক বদলের একাধিক ঘর। চারপাশ মোটা কাপড় দিয়ে ঘেরা থাকলেও ছাদের আবরণ নেই। পুলিশ সূত্রে খবর, ওই লবির অন্তত ১০ ফুট উপরে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। তার ফলেই ঘরের ভিতরের ছবি ধরা পড়েছে তাতে। এ দিন বাজেয়াপ্ত হওয়া তিনটি সিসিটিভি ক্যামেরার মধ্যে একটির সংযোগ ছিল। বাকি দু’টির তার কাটা ছিল। জেলা পুলিশের এক কর্তা জানান, ‘‘আপাতত একটি টিভির ফুটেজ পরীক্ষা হয়েছে। তাতেই একাধিক মহিলার পোশাক বদলের ছবি মিলেছে। বাকি দু’টির ফুটেজও পরীক্ষা হবে।’’ পুলিশ সূত্রে খবর, ওই দু’টি ফুটেজ পরীক্ষার ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যা রয়েছে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে।

এ দিন অ্যাকোয়াটিকার তরফে মাচু টন্ডন দাবি করেন, ‘‘মূলত লকার রুম ও লবির পরিস্থিতির নজরদারির জন্য সিসিটিভি রাখা ছিল।’’ তা হলে ওই ক্যামেরায় মহিলাদের পোশাক বদলের ছবি উঠল কী করে? সদুত্তর মেলেনি। তবে পার্কের অন্য একটি সূত্রের দাবি, মনোজিৎ দাসের স্ত্রী পোশাক বদলের সময়ে লকার রুমে গিয়েছিলেন। সে ক্ষেত্রে বাকি মহিলাদেরও ছবি কী ভাবে ক্যামেরায় উঠল, তার উত্তর মেলেনি।

সম্প্রতি গোয়ায় পোশাক বিপণি ফ্যাব ইন্ডিয়ার পোশাক বদলের ঘরে গিয়ে এমনই সিসিটিভি নজরে পড়েছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। তা নিয়ে দেশ জুড়ে হইচইও হয়। তার পরেও মহিলাদের ব্যক্তিগত জায়গায় সিসিটিভির নজরদারি নিয়ে পুলিশ যে সচেতন হয়নি, এই ঘটনাই তার প্রমাণ। অনেকেই বলছেন, অভিযোগ পেয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে। কিন্তু আগে থেকে সতর্ক হলে মহিলাদের গোপনীয়তা এত বেআব্রু হত না।

রবিবার অ্যাকোয়াটিকা নামে ওই বিনোদন পার্কে সপরিবার এসেছিলেন নাগেরবাজারের মনোজিৎ দাস। তিনিই মহিলাদের ঘরে সিসিটিভি বসানোর কথা প্রথম সামনে আনেন। এ নিয়ে পুলিশে অভিযোগও দায়ের করেন তিনি। কী ভাবে এই ঘটনার কথা জানতে পারলেন মনোজিৎবাবু?

মনোজিৎবাবু জানান, রবিবার তাঁর স্ত্রী ও কয়েক জন মহিলা পুলে নেমেছিলেন। সেখানে জল কম থাকায় তাঁরা উঠে পোশাক বদলাতে যান। মনোজিৎবাবু লবির অফিসে জল কম থাকা নিয়ে অভিযোগ জানাতে যান। সে সময়ই তিনি দেখতে পান, তিন কর্মী সিসিটিভিতে মহিলাদের পোশাক বদলের দৃশ্য দেখছেন! তা দেখেই তিনি প্রতিবাদ করেন। মনোজিৎবাবুর অভিযোগ, ‘‘আমি প্রতিবাদ করতেই কয়েক জন বাউন্সার এসে আমায় মারতে শুরু করে।’’ মনোজিৎবাবুকে নিগৃহীত হতে দেখে আরও কয়েক জন লোক জড়ো হয়ে প্রতিবাদ করেন। তাঁদেরও বাউন্সারেরা মারধর করেন বলে অভিযোগ। এর পরেই মনোজিৎবাবু কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, মনোজিৎবাবুর অভিযোগের সত্যতা মিলেছে।

এ দিন ম্যানেজার-সহ দু’জন ধৃতকে আদালতে তোলা হয়। তাঁদের চার দিনের পুলিশি হেফাজত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE