Advertisement
২০ এপ্রিল ২০২৪
meat

দমদম বিমানবন্দরের কাছে উদ্ধার লরি ভর্তি পচা মাংস

পচা মাংস উদ্ধার হয়েই চলেছে। যার সর্বশেষ ঘটনাটি ঘটল দমদম বিমানবন্দরের কাছে।

আটক হওয়া লরিটি।— নিজস্ব চিত্র।

আটক হওয়া লরিটি।— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৯:২৮
Share: Save:

ভাগাড় কাণ্ড এবং পচা মাংসের রেশ যেন কিছুতেই কাটছে না। তদন্ত, তল্লাশি, ধরপাকড় চলছে সবই। তবু এর মধ্যেও পচা মাংস উদ্ধার হয়েই চলেছে। যার সর্বশেষ ঘটনাটি ঘটল দমদম বিমানবন্দরের কাছে।

শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরের দুই নম্বর গেটের কাছে উদ্ধার হল এক লরি পচা মাংস। পুলিশ সূত্রে খবর, বিমানবন্দরের কাছে যখন চেকিং চলছিল, ঠিক সেই সময় এই লরিটি আটকায় পুলিশ। লরির ডালা খুলে দেখা যায়, তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পচা মাংস ও হাড়। লরির চালক ও দুই খালাসিকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানান, বেড়াচাপা থেকে যশোর রোড হয় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পার করে বিহারে যাওয়ার কথা ছিল।

পুলিশ জানিয়েছে, লরির চালক ও খালাসিদের কাছে কোনও রকম বৈধ নথিপত্র ছিল না। পুলিশ মনে করছে, বিহার নয়, পচা মাংসের গন্তব্য ছিল অন্য কোথাও। বৈধ কাগজপত্র না থাকায় সন্দেহ আরও বেড়েছে। গাড়িটিকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।

দেখুন ভিডিয়ো

আরও খবর: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, জলায় নির্মাণ রুখতে উদ্যোগ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meat Bones পচা মাংস
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE