Advertisement
E-Paper

গাড়ি থেকে মুখ বার করে পান বা গুটখার থুতু ফেললেই জরিমানা! সিদ্ধান্ত কলকাতা পুরসভার

সম্প্রতি এই সংক্রান্ত বিষয় কড়া আইন আনতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যা আগামী বাজেট অধিবেশনে পাশ হবে বলেই প্রশাসন সূত্রে খবর।

If you Spit pan or gutkha, you will be fined, KMC taking tough decision

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১০
Share
Save

কলকাতা শহরে যত্রতত্র পান কিংবা গুটখার থুতু ফেলার দিন শেষ করতে চায় কলকাতা পুরসভা। সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে কড়া আইন আনতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যা আগামী বাজেট অধিবেশনে পাশ হবে বলেই প্রশাসন সূত্রে খবর। আর রাজ্য সরকারের এমন কড়া পদক্ষেপের ইঙ্গিত পেয়েই এই সংক্রান্ত বিষয় পদক্ষেপ করা সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, কলকাতা শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে সব রকম ব্যবস্থা করছে পুরসভা। যেখানে-সেখানে পানের কিংবা গুটখার থুতু ফেলা কিংবা প্রস্রাব করার প্রবণতা রুখতে বেশ কিছু সংশোধনী আইন আনা হতে পারে। তিনি জানিয়েছেন, বহু ক্ষেত্রেই দেখা যায়, গাড়ি থেকে মুখ বার করে অনেকেই পান কিংবা গুটখার থুতু ফেলে চলে যান। ফলে বড় বড় ফ্লাইওভার থেকে শুরু করে কলকাতা পুরসভার উদ্যোগে তৈরি বনসৃজন প্রকল্পের স্থানগুলি নষ্ট হচ্ছে। তাই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার কড়া আইন আনা হচ্ছে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, নতুন এই সংশোধনী আইনে কোনও গাড়ি থেকে যদি কোনও ব্যক্তি মুখ বার করে পান কিংবা গুটখার পিক ফেলে চলে যান তা হলে সংশ্লিষ্ট গাড়িটিকে জরিমানার মুখে পড়তে হবে। পুরসভায় আইন রয়েছে কোনও ব্যক্তি যদি শহরের যত্রতত্র পান কিংবা গুটখার থুতু ফেলেন কিংবা প্রস্রাব করেন তা হলে তাঁকে জরিমানা করা হবে। নতুন আইনে গাড়ি থেকে শহরকে নোংরা করা হলে, সংশ্লিষ্ট গাড়িকে জরিমানার মুখে পড়তে হবে। এক পুরসভার কর্তার কথায়, ‘‘নতুন এই আইন তৈরি হলে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়বে। বহু ক্ষেত্রেই দেখা যায় ভাড়া গাড়ি নিয়ে মানুষ যাতায়াত করেন। সেই গাড়ি থেকে যদি পান কিংবা গুটখার থুতু ফেলে শহর নোংরা করার ঘটনা পুরসভার নজরে আসে, তা হলে সংশ্লিষ্ট গাড়িটিকে জরিমানা করা হবে। এমনটা হলে ভাড়ায় গাড়ি খাটানো মালিকেরা এই সংক্রান্ত বিষয়ে সচেতন থাকবেন। সঙ্গে যিনি গাড়িটি ব্যবহার করছেন, তাঁকেও সতর্ক করে দেবেন। ফলে পুরসভার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।’’

ইতিমধ্যে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পুরসভার তরফে একটি করে হোর্ডিং লাগানো হয়েছে। সেই হোর্ডিং এ লেখা হয়েছে ‘‘কলকাতা আমাদের গর্বের শহর যত্রতত্র থুতু ফেলবেন না। এই শহরকে পরিষ্কার রাখুন।’’ মেয়র জানিয়েছেন, কড়া আইন আনার পাশে জনসচেতনতার কাজ চালিয়ে যাবে পুরসভা। যে বয়ানে বাংলায় শহর জুড়ে হোর্ডিং লাগানো হয়েছে, সেই একই বয়ানে ইংরেজি এবং হিন্দিতে হোর্ডিং লাগিয়ে শহরবাসীকে শহর পরিচ্ছন্ন রাখার আবেদন জানানো হবে।

Gutkha Spitting KMC

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}