Advertisement
E-Paper

তৎপর হতে বললেন সিপি

শহর থেকে বেআইনি অস্ত্র উদ্ধারে বাহিনীকে আরও তৎপর হতে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ। বুধবার মাসিক ক্রাইম কনফারেন্সে অফিসারদের এ কথা বলেন তিনি। প্রসঙ্গত, আগের বার এমন নির্দেশের পরেও ব্যর্থতার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের একাংশের দাবি, গত এক মাসে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। এ দিন সিপি-কে তা জানানো হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩

শহর থেকে বেআইনি অস্ত্র উদ্ধারে বাহিনীকে আরও তৎপর হতে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ। বুধবার মাসিক ক্রাইম কনফারেন্সে অফিসারদের এ কথা বলেন তিনি। প্রসঙ্গত, আগের বার এমন নির্দেশের পরেও ব্যর্থতার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের একাংশের দাবি, গত এক মাসে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। এ দিন সিপি-কে তা জানানো হয়। পুলিশ সূত্রে খবর, গত এক মাসে বহু দুষ্কৃতী ধরা পড়েছে। ২০১৪-র অগস্টের তুলনায় এ বছর অগস্টে অপরাধের সংখ্যা প্রায় ৫০০ কমেছে। সম্প্রতি ৯টি খুনের ঘটনার তদন্তের অগ্রগতি জানতে চাওয়ার পাশাপাশি সুরজিৎবাবু নির্দেশ দেন, শহর থেকে নিখোঁজ শিশুদের তথ্য নিয়মিত জাতীয় পোর্টালে জানাতে হবে। পুজো-মহরমে তিনি পুলিশকে অতিমাত্রায় সচেতন থাকতে নির্দেশ দেন।

Illegal arms police kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy