Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Indian Railways

Bidhannagar station: নয়া ফুট ওভারব্রিজে সম্মতি রেলের

প্রায় ৩০০ মিটার লম্বা ফুট ওভারব্রিজটি তৈরি হলে সহজেই স্টেশনে নেমে ভিআইপি রোড বা সিআইটি রোডে পৌঁছনো যাবে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ০৫:২৪
Share: Save:

উল্টোডাঙা মোড়ের যানজট এড়িয়ে পথচারীদের সোজা বিধাননগর স্টেশনে পৌঁছতে কলকাতা পুলিশের তরফে একটি ফুট ওভারব্রিজের পরিকল্পনা নেওয়া হয়েছিল। লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার সেই ফুট ওভারব্রিজের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিল রেল। আগেই পুরসভা ওই পরিকল্পনায় ছাড়পত্র দিয়েছিল। পিপিপি মডেলে ওই ফুট ওভারব্রিজ হওয়ার কথা। উভয় তরফে ছাড়পত্র পাওয়ার পরেই ওই ফুট ওভারব্রিজ তৈরির প্রক্রিয়া শুরু হবে বলে আশা লালবাজারের।

পুলিশ সূত্রের খবর, উল্টোডাঙায় বর্তমান ওভারব্রিজটির উত্তর-পূর্ব দিকে অর্থাৎ দুর্গাপুর সেতুর সামনে থেকে প্রস্তাবিত ফুট ওভারব্রিজ শুরু হয়ে পৌঁছবে বিধাননগর রেল স্টেশনের কাছে আন্ডারপাস পর্যন্ত। প্রায় ৩০০ মিটার লম্বা ফুট ওভারব্রিজটি তৈরি হলে সহজেই স্টেশনে নেমে ভিআইপি রোড বা সিআইটি রোডে পৌঁছনো যাবে।

কলকাতা পুলিশের এক কর্তা জানান, ২০১৪-১৫ সালে পুলিশের তরফে প্রথম ওই প্রস্তাব পাঠানো হয়। কিন্তু বিভিন্ন কারণে ছাড়পত্র মেলেনি। এর পরে গত নভেম্বরে ফের এলাকা পরিদর্শন করেন পুরসভা, রেল ও পুলিশের আধিকারিকেরা। রেলের জমির উপরে ফুট ওভারব্রিজটির কিছুটা অংশ তৈরি হবে বলে এতে রেলের ছাড়পত্রেরও প্রয়োজন ছিল। মঙ্গলবার শিয়ালদহ ডিভিশনের তরফে সেই ছাড়পত্র পাঠানো হয়েছে পুলিশ এবং পুরসভার কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Railways Foot Bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE