Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, জরিমানায় তবু অনড় কলেজ

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার সল্টলেকের এক অনুষ্ঠান থেকে বেরোনোর সময়ে বলেন, ‘‘টাকার বিনিময়ে হাজিরা বরদাস্ত করব না। উপাচার্যের সঙ্গে কথা বলব।’’

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ০২:২৯
Share: Save:

শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পরেও অনড় কলেজ কর্তৃপক্ষ। দু’হাজার টাকা জরিমানা দিয়েই পরীক্ষায় বসতে হচ্ছে সুরেন্দ্রনাথ আইন কলেজের ‘নন-কলেজিয়েট’ ও ‘ডিসকলেজিয়েট’ পড়ুয়াদের।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার সল্টলেকের এক অনুষ্ঠান থেকে বেরোনোর সময়ে বলেন, ‘‘টাকার বিনিময়ে হাজিরা বরদাস্ত করব না। উপাচার্যের সঙ্গে কথা বলব।’’ কলেজের সহ-অধ্যক্ষ মহম্মদি তরুন্নম অবশ্য বলেন, ‘‘শৃঙ্খলাভঙ্গের শাস্তি হিসেবে ২০০০ টাকা জরিমানা আমরা নেবই। ৫৮৭ জন বৃহস্পতিবার ওই টাকা দিয়েই কলেজে নাম তুলেছেন।’’ কিন্তু কয়েক জন পড়ুয়ার দাবি, তাঁরা জরিমানা দেবেন না। বিষয়টি নিয়ে তাঁরা উপাচার্যের কাছে যান। ওই পড়ুয়াদের দাবি, উপাচার্য কলেজকে বিষয়টি দেখতে বলেছেন। কলেজ সূত্রের খবর, যাঁরা জরিমানা দিতে পারবেন না, তাঁরা আবেদন করতে পারবেন।

হাজিরা কম থাকায় পাঁচশোর বেশি পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেয়নি সুরেন্দ্রনাথ আইন কলেজ। পরে ছাত্র বিক্ষোভে সিদ্ধান্ত হয়, দু’হাজার টাকা জরিমানার বিনিময়ে ‘নন-কলেজিয়েট’ এবং ‘ডিসকলেজিয়েট’ পড়়ুয়াদেরই পরীক্ষায় বসতে দেওয়া হবে। তবে এ কথা পড়ুয়াদের ফর্ম পূরণের শেষ দিন, বুধবারই জানানো হয়েছিল বলে অভিযোগ। পড়ুয়াদের অনেকেরই বক্তব্য, এক দিনে ওই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেট অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

এ দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টানাপড়েন দেখে বহু বিক্ষোভকারী পড়ুয়াই দু’হাজার টাকার বিনিময়ে ফর্ম পূরণ করেন। তরুন্নমের আশা, বাকিরাও ফর্ম পূরণ করে ফেলবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

College Fine Partha Cahtterjee Warning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE