Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পৃথক নম্বর দিয়ে আজ তালিকা যাদবপুরে

কলা বিভাগের ডিন এবং ভর্তি-প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত প্রতিনিধি শুভাশিস বিশ্বাস রবিবার বলেন, ‘‘বোর্ডের পরীক্ষায় এবং প্রবেশিকায় কে কত নম্বর পেয়েছেন, সোমবার বেলা সাড়ে ১২টার মধ্যে বিস্তারিত ভাবে তা জানানো হবে ওয়েবসাইটে। এর মধ্যে লুকোনোর কিছু নেই।’’

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০৩:৩৪
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য বোর্ড পরীক্ষার নম্বর এবং প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতেই বরাবর মেধা-তালিকা প্রকাশ করা হয়ে আসছে বলে কর্তৃপক্ষের দাবি। তবে এ বারের পরিস্থিতি যে-হেতু একটু আলাদা, তাই নতুন দাবির পরিপ্রেক্ষিতে আজ, সোমবার বোর্ড ও প্রবেশিকার পৃথক পৃথক নম্বর-সহ মেধা-তালিকা প্রকাশ করে তাঁরা সাম্প্রতিক বিতর্কে ইতি টানতে উদ্যোগী হয়েছেন।

কলা বিভাগের ডিন এবং ভর্তি-প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত প্রতিনিধি শুভাশিস বিশ্বাস রবিবার বলেন, ‘‘বোর্ডের পরীক্ষায় এবং প্রবেশিকায় কে কত নম্বর পেয়েছেন, সোমবার বেলা সাড়ে ১২টার মধ্যে বিস্তারিত ভাবে তা জানানো হবে ওয়েবসাইটে। এর মধ্যে লুকোনোর কিছু নেই।’’

এ বছর প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্কের জেরে যাদবপুর বারবার শিরোনামে আসছে। কলা বিভাগে কিছু বিষয়ে সরাসরি ভর্তি আর কিছু বিষয়ে প্রবেশিকা পরীক্ষা কেন, সেই প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেই। প্রবেশিকা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। এ বার কলা বিভাগে ভর্তি-পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়ে দেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ ওঠে, সরকারের ইচ্ছা মেনেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রবেশিকা পরীক্ষা ফেরানোর দাবিতে আন্দোলনে নামেন পড়ুয়ারা। শেষ পর্যন্ত বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, তুলনামূলক সাহিত্য, দর্শন— এই ছ’টি বিষয়ে ভর্তির পরীক্ষা নেওয়া হয়। কিন্তু শুক্রবার মেধা-তালিকা প্রকাশের পরে শুরু হয় নতুন বিতর্ক।

প্রবেশিকা ফিরিয়ে আনার সময় ঘোষণা করা হয়েছিল, মেধা-তালিকা তৈরি হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল বোর্ডের পরীক্ষার ৫০ শতাংশ এবং প্রবেশিকা পরীক্ষার ৫০ শতাংশ নম্বরের যোগফলের ভিত্তিতে। কিন্তু শুক্রবার ওই ছ’টি বিষয়ে প্রবেশিকার ফল প্রকাশের পরে দেখা যায়, প্রবেশিকায় প্রাপ্ত নম্বর এবং
বোর্ডের পরীক্ষায় পাওয়া নম্বর আলাদা ভাবে না-দেখিয়ে দু’টির যোগফল দেখানো হয়েছে। শুরু হয় বিতর্ক। এর নিষ্পত্তি করতে কর্মসমিতির বৈঠক ডাকার দাবি তোলেন কর্মসমিতিতে উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি মনোজিৎ মণ্ডল। তার আগে পর্যন্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখারও দাবি তোলেন তিনি।

এ দিন শুভাশিসবাবু জানান, মেধা-তালিকা নিয়ে কোনও বিতর্ক নেই। লুকোচুরিরও কিছু নেই। তাঁর বক্তব্য, বরাবর যাদবপুরে মোট নম্বর দেওয়াই রীতি। তবে এ বার যে-হেতু অন্য পরিস্থিতি, তাই দু’টি নম্বর আলাদা করে দিলেই ভাল হত। কিন্তু সময় কম থাকায় মোট নম্বর দেওয়া হয়েছিল। আলাদা নম্বর জানিয়ে নতুন মেধা-তালিকা তৈরি হয়ে গিয়েছে। সোমবার তা প্রকাশ করা হবে। রবিবার না-হলে এ দিনই সেটি প্রকাশ করা যেত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর আশা, ‘‘নতুন তালিকায় কোনও গোলমাল থাকবে না। ভর্তি প্রক্রিয়াও সুষ্ঠু ভাবেই সম্পন্ন হবে।’’

শহরের প্রতি মুহূর্তের হেডলাইন, কলকাতার যে কোনও ব্রেকিং নিউজ পেতে ক্লিক করুন আমাদের কলকাতা বিভাগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Entrance Jadavpur University List
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE