কলকাতা পুলিশে আইপিএস নন, এমন অফিসারদের জন্য ১২টি নতুন উপ-নগরপাল (ডিসি) পদ তৈরির পরে এ বার নন-ইনভেস্টিগেটিং ক্যাডার এবং ইনভেস্টিগেটিং ক্যাডারের পদ পৃথক করা হল। লালবাজার সূত্রের খবর, বর্তমানে আইপিএস নন, এমন অফিসারদের জন্য ২০টি পদ ছিল। তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩২টি। এর মধ্যে ইনভেস্টিগেটিং ক্যাডারের জন্য নির্ধারিত হয়েছে ১৬টি। বাকি ১৬টি ডিসি পদ রয়েছে নন-ইনভেস্টিগেটিং ক্যাডারদের জন্য।
সূত্রের খবর, মঙ্গলবার নবান্নের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুলিশের ১০টি ডিভিশনের ডিসি (২) হবেন ইনভেস্টিগেটিং ক্যাডারের। এর সঙ্গে চারটি ডিভিশনে ডিসি (৩)-দের বাছা হবে ইনভেস্টিগেটিং ক্যাডার থেকে। এ ছাড়া, গোয়েন্দা বিভাগ এবং স্পেশ্যাল ব্রাঞ্চের ডিসি (২)-ও হবেন ইনভেস্টিগেটিং ক্যাডার থেকে। নন-ইনভেস্টিগেটিং ক্যাডারদের জন্য নির্ধারিত করা হয়েছে ট্র্যাফিক বিভাগের পাঁচটি ডিসি পদ। এ ছাড়া, হেড কোয়ার্টার্স ফোর্স, কমব্যাট ব্যাটালিয়ন, নেতাজি ব্যাটালিয়ন, ওয়্যারলেস ব্রাঞ্চ, রিজ়ার্ভ ফোর্স এবং হোমগার্ডের ডিসি (২) হবেন ওই নন-ইনভেস্টিগেটিং ক্যাডারদের মধ্য থেকে। পাশাপাশি, তাঁদের জন্য নির্ধারিত হয়েছে তিনটি ব্যাটালিয়নের ডিসি পদও। কলকাতা পুলিশ জানিয়েছে, ওই নতুন পদ তৈরির ফলে পুলিশকর্মীদের পদোন্নতি দ্রুত হবে। যা এত দিন দেরিতে হত বলে অভিযোগ ছিল পুলিশ অফিসারদের। এর সঙ্গেই ইনভেস্টিগেটিং ক্যাডার ও নন-ইনভেস্টিগেটিং ক্যাডারদের জন্য ডিসি পদ নির্ধারিত করে দেওয়ায় কাজের সুবিধা হবে বলে পুলিশের ওই অংশের দাবি। এত দিন ক্যাডারে ভাগ না থাকার ফলে পুলিশের একটি অংশের, বিশেষ করে ইনভেস্টিগেটিং ক্যাডারদের পদোন্নতিতে সমস্যা হচ্ছিল বলে পুলিশের একাংশের দাবি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)