Advertisement
০৬ মে ২০২৪

বাড়ল পুরকর্তাদের ক্ষমতা

সোমবার পুরসভার মেয়র পরিষদ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সমস্ত দফতরের ডিজি, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ও এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারদের আর্থিক অনুমোদনের ক্ষমতা বাড়ানো হবে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮ ০১:২১
Share: Save:

রাস্তা তৈরি, পানীয় জল সরবরাহ, জঞ্জাল অপসারণ, নিকাশি নালা সাফাই-সহ বিভিন্ন পুর পরিষেবার কাজে এত দিন নির্দিষ্ট টাকা অনুমোদনপর্যন্ত ফাইলে সই করতে পারতেন কলকাতা পুরসভার ডিরেক্টর জেনারেল (ডিজি), ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ও এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারেরা। টাকার অনুমোদন বেশি হলে সেই ফাইল সই করাতে পাঠাতে হত মেয়র ও পুর কমিশনারের কাছে। এই ফাইল চালাচালিতে দেরি হত কাজেরই।

সোমবার পুরসভার মেয়র পরিষদ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সমস্ত দফতরের ডিজি, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ও এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারদের আর্থিক অনুমোদনের ক্ষমতা বাড়ানো হবে। কাজে গতি আনতেই এই উদ্যোগ বলে জানান এক আমলা। এ ছাড়া গত বছরের নভেম্বর থেকে দফতরের নতুন শিডিউল চালুর পরে বাজারদরও বেড়েছে। সে সব ভেবেই ওই অফিসারদের আর্থিক অনুমোদনের ক্ষমতা বাড়ানো হচ্ছে।

এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারদের ক্ষমতা ছিল ফাইল পিছু ২ লক্ষ টাকা। তা হচ্ছে ৫ লক্ষ টাকা। ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারদের ক্ষমতা ১০ লক্ষ টাকা থেকে বেড়ে ৫০ লক্ষ টাকা করা হচ্ছে। আর ডিজি-রা ৫০ লক্ষ টাকার বেশি অঙ্কের ফাইল সই করতে পারবেন। একই সঙ্গে অ্যাডিশনাল চিফ মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস অফিসারের অর্থ বরাদ্দের ক্ষমতাও (ভেটিং পাওয়ার) ৫০ লক্ষ থেকে বেড়ে ১ কোটি টাকা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE