Advertisement
১৫ সেপ্টেম্বর ২০২৪

দরপত্রে ঠাঁই হল পরিবেশ এবং ঐতিহ্য দফতরের

নতুন দফতর আপাতত শহরের সব জলাশয়গুলির সার্বিক সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে বলে জানাচ্ছে পুরসভা। এক পুরকর্তার কথায়, ‘‘উঠে যাওয়া দফতরের নামে দরপত্র ডাকা ভুল ছিল। তা সংশোধন করা হয়েছে।’’

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০১:৪২
Share: Save:

রীতিমতো নির্দেশিকা জারি করে গত এপ্রিলে প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ) দফতরটিই তুলে দিয়েছিল কলকাতা পুরসভা। শহরের ঐতিহ্য ও পরিবেশের কথা ভেবে ওই দফতরের পরিবর্তে তৈরি হয়েছিল পরিবেশ ও ঐতিহ্য (এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিটেজ) দফতর।

তা সত্ত্বেও পিএমইউ দফতরের নামেই দরপত্র ডাকা হচ্ছিল বলে পুরসভা সূত্রের খবর। যা রীতিমতো অনিয়ম বলে দাবি করছেন পুরকর্তারা। জুলাইয়ে বিষয়টি সামনে আসার পরেই ত্রুটি সংশোধন করতে তৎপর হন পুর কর্তৃপক্ষ। সম্প্রতি ডাকা দরপত্রে ‘সগৌরবে’ জায়গা পেয়েছে ‘পরিবেশ ও ঐতিহ্য’ দফতর। আনুষ্ঠানিক ভাবে পিএমইউ দফতরের অবলুপ্তি ঘটেছে বলে জানাচ্ছেন কর্তারা।

নতুন দফতর আপাতত শহরের সব জলাশয়গুলির সার্বিক সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে বলে জানাচ্ছে পুরসভা। এক পুরকর্তার কথায়, ‘‘উঠে যাওয়া দফতরের নামে দরপত্র ডাকা ভুল ছিল। তা সংশোধন করা হয়েছে।’’

প্রসঙ্গত, ২৪ এপ্রিল পিএমইউ দফতর তুলে তৈরি হয়েছিল পরিবেশ ও ঐতিহ্য দফতর। তবু এপ্রিলের পর থেকে যত দরপত্র ডাকা হয়েছিল, সেখানে কোথাও নতুন দফতরের নাম ছিল না। কর্তৃপক্ষের যুক্তি ছিল, বাইরের অনেকেই নতুন দফতরের বিষয়টি জানেন না, তাঁরা যদি পিএমইউ দফতরের নামে চিঠি দেন, তা গ্রহণ করা হচ্ছে। কিন্তু ‘অনিয়ম’-এর প্রসঙ্গ উঠতে শেষে সংশোধন করলেন পুর কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE