Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সরোবরে ছট নিয়ে ‘কড়া’ কোর্ট

এ দিনের শুনানিতে কেএমডিএ-র তরফে রবীন্দ্র সরোবরে ছটপুজোর বিকল্প হিসেবে অন্য দু’টি জলাশয়ের কথা বলা হয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৪
Share: Save:

রবীন্দ্র সরোবরে এ বছর ছটপুজো হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি-কে (কেএমডিএ)। শুক্রবার ছটপুজো সংক্রান্ত মামলায় এমনটাই জানাল জাতীয় পরিবেশ আদালত।

এ দিনের শুনানিতে কেএমডিএ-র তরফে রবীন্দ্র সরোবরে ছটপুজোর বিকল্প হিসেবে অন্য দু’টি জলাশয়ের কথা বলা হয়েছে। সরোবরে যাঁরা আসবেন, তাঁদের বাসে করে ওই দুই জলাশয়ে নিয়ে যাওয়া হবে বলে কেএমডিএ জানিয়েছে। সংস্থার আইনজীবী পৌষালি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পাটুলি ও রুবি মোড় সংলগ্ন জায়গায় আমরা দু’টি জলাশয়ের ব্যবস্থা করব। পুজো শেষে সেগুলি আমরাই পরিষ্কার করব।’’ ওই মামলার আবেদনকারী সুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এ বার নিয়ম লঙ্ঘন হলে কড়া শাস্তির কথা বলেছে আদালত।’’ রবীন্দ্র সরোবর নিয়ে আর একটি মামলা দায়ের করেছেন পরিবেশকর্মী সুভাষ দত্তও। তিনি বলেন, ‘‘রবীন্দ্র সরোবর দূষণের একটা কারণ ছটপুজো। এ ছাড়াও অনেক কারণ রয়েছে। সরোবরের দূষণ রোধে এখনও পর্যন্ত প্রশাসন কী কী পদক্ষেপ করেছে, বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে সে সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে আদালত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

National Green Tribunal KMDA Chhath Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE