কলকাতা পুরসভার ১৬টি বরোর মধ্যে গত বারেও সবগুলি দখল করেছিল তৃণমুল। এ বারও তাই ঘটতে চলেছে বলে আঁচ মিলেছিল জনমত এবং বুথ ফেরত সমীক্ষায়। গণনার ফলাফলে দেখা যাচ্ছে, শুধু সবগুলি বরো দখল করাই নয়, ১১টিতে বিরোধীদের শূন্য করে দিয়েছে তৃণমূল!
গণনার ফলাফলে দেখা যাচ্ছে, ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯, ১২, ১৩, ১৪ এবং ১৬ নম্বর বরো বিরোধীশূন্য হয়ে গিয়েছে এ বার। নীলবাড়ির লড়াইয়ের ফল প্রকাশের মাত্র আট মাসের ভিতরেই শহরে জোড়াফুলের ভোট এক লাফে ১৫ শতাংশ বেড়ে যাওয়া প্রত্যক্ষ পরিণতি দেখা গিয়েছে এই বরোগুলিতে।