Advertisement
১৬ এপ্রিল ২০২৪

খালি কৌটো ঘিরে বোমাতঙ্ক

এ দিন সকাল ১০টা নাগাদ উত্তর প্রান্তের দিকে সিঁড়ির কাছেই একটি খালি টিনের কৌটো দেখতে পান মেট্রো কর্মীরা। এ দিকে সেটি টিকিট কাউন্টারের কাছাকাছি হওয়ায় বিভ্রান্তি আরও বাড়ে। মেট্রো কর্মীরা কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে খবর দেন ভবানীপুর থানায়।

সতর্কতা: স্টেশনের প্রবেশপথে কৌটো পড়ে থাকার খবর পেয়ে হাজির পুলিশ ও বম্ব স্কোয়াড।

সতর্কতা: স্টেশনের প্রবেশপথে কৌটো পড়ে থাকার খবর পেয়ে হাজির পুলিশ ও বম্ব স্কোয়াড।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ০২:০৫
Share: Save:

মেট্রো স্টেশনের প্রবেশপথে পাওয়া একটি পরিত্যক্ত টিনের কৌটো ঘিরে শনিবার সকালে রবীন্দ্র সদনে বোমাতঙ্ক ছড়াল।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের উত্তর প্রান্তে এক্সাইড মোড় সংলগ্ন প্রবেশপথে থাকা দু’টি চলমান সিঁড়িই সম্প্রতি মেরামতি করা শুরু হয়েছে। এই কাজের জন্য গত কয়েক দিন ধরে এক্সাইড মোড়ের দিকের প্রবেশপথটি বন্ধ রয়েছে।এ দিন সকাল ১০টা নাগাদ উত্তর প্রান্তের দিকে সিঁড়ির কাছেই একটি খালি টিনের কৌটো দেখতে পান মেট্রো কর্মীরা।এ দিকে সেটি টিকিট কাউন্টারের কাছাকাছি হওয়ায় বিভ্রান্তি আরও বাড়ে। মেট্রো কর্মীরা কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে খবর দেন ভবানীপুর থানায়।

কিছু ক্ষণের মধ্যেই পুলিশ এবং বম্ব স্কোয়াড পৌঁছয় স্টেশনে।পরিত্যক্ত কৌটোটি সুরক্ষিত ভাবে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে পুলিশ কুকুর আনিয়ে স্টেশন চত্বরে তল্লাশিও চালানো হয়। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সাতসকালে স্টেশনে পুলিশ এবং বম্ব স্কোয়াডকে তল্লাশি চালাতে দেখে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মেট্রো চলাচল ব্যাহত হয়নি বলে খবর।

শনিবার, রবীন্দ্র সদনে।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া কৌটো থেকে সন্দেহজনক কিছু মেলেনি। প্রাথমিক ভাবে তাতে ফিনাইল জাতীয় কোনও জিনিস রাখা হত বলে মনে হয়েছে। তবে কৌটোটি কী ভাবে ওখানে এল, তা স্পষ্ট নয়। স্টেশন পরিষ্কার করার দায়িত্বে থাকা কর্মীদের কেউ ভুল করে সেটি ফেলে গিয়ে থাকতে পারেন বলে অনুমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bomb scare Rabindra sadan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE