রোজ ভোরে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছিল একটি মোটরবাইককে। সিসি ক্যামেরার ফুটেজে সেটির নম্বর বোঝা না গেলেও এটুকু বোঝা গিয়েছিল, বাইকটির রং লাল।
আর সেই রঙের সূত্র ধরেই বন্দর এলাকায় একটি ব্যাটারি চুরি-চক্রের হদিস পেল পুলিশ। চক্রের সদস্যেরা রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রেলার বা ট্রাকের ব্যাটারি চুরি করে সেগুলি বিক্রি করত।
তদন্তকারীরা জানান, সোমবার রাতে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে দু’টি গাড়ির ব্যাটারি উদ্ধার করেছে দক্ষিণ বন্দর থানা। ধৃতদের নাম গুড্ডু এবং রাজবংশী। গুড্ডু একবালপুরের বাসিন্দা। রাজবংশী থাকে দক্ষিণ বন্দর থানা এলাকাতেই। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। জানা গিয়েছে, মূলত দূরে মোটরবাইক দাঁড় করিয়ে রাতের অন্ধকারে ট্রেলার বা লরির নীচে ঢুকে ব্যাটারি চুরি করত অভিযুক্তেরা।
কী ভাবে খোঁজ মিলল এই চক্রের?