ভুয়ো নথি তৈরি করে আগে বিক্রি হওয়া জমি দেখিয়ে ব্যাঙ্ক থেকে প্রায় দু’কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মিজানুর রহমান মণ্ডল এবং রূপনারায়ণ যাদব। মঙ্গলবার তাদের ধরেন কলকাতা পুলিশের ব্যাঙ্ক প্রতারণা দমন শাখার গোয়েন্দারা। ধৃতদের বুধবার আদালত ৪অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ সম্প্রতি অভিযোগে জানান, অভিযুক্তেরা একটি জমি বন্ধক রেখে প্রায় দু’কোটি টাকা ঋণ নিয়েছিল। প্রথমেকয়েক মাস মাসিক কিস্তি শোধ করলেও পরে তা দেওয়া বন্ধ করে দেয় তারা। এর পরেই ব্যাঙ্কের তরফে ওই জমি দখল করতে গেলে জানা যায়, সংশ্লিষ্ট জমিটি দেখিয়ে অভিযুক্তেরা আগে একাধিক বার ঋণ নিয়েছে। শুধু তা-ই নয়, ওই ঋণ শোধ করতে না পারার জন্য অন্যএকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জমিটি নিয়ে বিক্রি করে দেয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)