Advertisement
E-Paper

পুলিশের অধীনে চালকদের প্রশিক্ষণ  

এসবিএসটিসি-র চেয়ারম্যান তমোনাশ ঘোষ জানান, প্রশিক্ষণ শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ১৫টি ডিপোতে প্রশিক্ষণ দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ ০৪:০৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পথ দুর্ঘটনায় লাগাম টানতে এবং ট্র্যাফিক আইন সম্পর্কে আরও সচেতন করতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসচালকদের কলকাতা পুলিশের অধীন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ৯৫০ জন বাসচালককে ধাপে ধাপে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণের পাশাপাশি চালকদের শারীরিক এবং মানসিক চাপ কমাতে ধ্যানেরও প্রশিক্ষণ দিচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

নিগমের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পের অধীন সচেতনতার প্রশিক্ষণ দু’মাস ধরে কলকাতা পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রে দেওয়া শুরু হয়েছে। নিগমের এক শীর্ষ কর্তা জানান, বাসচালকেরা মানসিক এবং শারীরিক চাপ নিয়ে সারাদিন কাজ করেন, তাঁদের চাপ কমাতে তাই ধ্যানের প্রশিক্ষণও জরুরি।

এসবিএসটিসি-র চেয়ারম্যান তমোনাশ ঘোষ জানান, প্রশিক্ষণ শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ১৫টি ডিপোতে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথমে বেলঘরিয়া ডিপোয় শুরু হবে। পরে একে একে দুর্গাপুর-সহ অন্য ডিপোতেও শিবির করা হবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান বলেন, ‘‘নিগমের ৭৫০টি বাস রয়েছে। বাস চলাচল ঠিক রেখেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। চালকেরা পুলিশের কাছে প্রশিক্ষণ নিলে ট্র্যাফিক আইন সম্পর্কে আরও সচেতন থাকবেন। দুর্ঘটনাও কমবে। তাই এই সিদ্ধান্ত।’’

Kolkata Police Training Driver WBTC Transport
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy