কৈখালির বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। উত্তমকুমার দত্ত নামে ওই ব্যক্তির অভিযোগ, বেসরকারি ব্যাঙ্কের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন তাঁকে। ফোনে তাঁর মায়ের নাম, জন্ম সাল জানার ছুতোয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও জেনে নেন। সেই তথ্য দেওয়ার পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষের বেশি টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন উত্তম। এই ঘটনায় ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি।
শনিবার বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন ৬৭ বছরের উত্তম। বিমানবন্দর থানার অধীনে কৈখালিতে তিনি থাকেন। উত্তমের অভিযোগ, বেসরকারি ব্যাঙ্কের প্রতিনিধির পরিচয় দিয়ে এক জন তাঁকে ফোন করেন। তিনি তাঁর মায়ের নাম, জন্মের তারিখ জানতে চান। এই বিষয়ে তথ্য দেওয়ার পাশাপাশি ব্যাঙ্কের অ্যাকাউন্টের তথ্যও দেন উত্তর। তাঁর অভিযোগ, এর পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৬৭ হাজার ৯৯৯ টাকা তুলে নেওয়া হয়।
বিমানবন্দর থানায় মামলা দায়ের হওয়ার পরে তদন্তে নামে পুলিশ। ঝাড়খণ্ড থেকে মিলন নন্দী নামে এক জনকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছে।