গুলিবিদ্ধ নারায়ণ বিশ্বাস।—নিজস্ব চিত্র।
বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক প্রোমোটার। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাইপুর এলাকায়।
নারায়ণ বিশ্বাস নামে ওই ব্যক্তি একটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির কর্মী। যদিও তার পাশাপাশি তিনি সোনারপুর এলাকায় জমি বাড়ির ব্যবসা এবং প্রোমোটিংও করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নারায়ণ বিশ্বাস দাবি করেছেন, শনিবার রাতে তিনি বাইকে চেপে ফিরছিলেন। সেই সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চার-পাঁচ জন যুবক হঠাৎই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। নারায়ণের দাবি, তাঁর মাথা-বুক টার্গেট করেই গুলি চালায় আততায়ীরা। কিন্ত সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে তাঁর ডান হাতে।
আরও পড়ুন: দিলীপের মমতা-স্তুতিতে স্তম্ভিত গোটা দল, তোলপাড় শুরু বিজেপিতে
আরও পড়ুন: খিচুড়ি রেঁধে বিশ্বরেকর্ড! দলিত বিরোধী তকমা ঘোচাতে বিজেপির অভিনব উদ্যোগ
ঘটনার পরই স্থানীয়দের সহযোগিতায় তিনি পরিবারকে খবর দেন। তাঁকে নিয়ে যাওয়া হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। সেখানে তাঁর গুলিবিদ্ধ হাতের চিকিৎসা হয়। হাসপাতাল থেকেই খবর পৌঁছয় সোনারপুর থানায়।
পুলিশ তদন্ত শুরু করে মিলন বিশ্বাস নামে এক ব্যক্তিকে জেরার জন্য আটক করেছে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, প্রোমোটিং বা জমি বাড়ি বেচাকেনার ব্যবসাকে কেন্দ্র করে কোনও শত্রুতার জেরেই এই হামলা হওয়ার সম্ভবনা। তবে আরও একটা দিকও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোনারপুর থানার এক আধিকারিক বলেন, “আমরা নারায়ণকেও জিজ্ঞাসাবাদ করছি। তাঁর বয়ান রেকর্ড করব আমরা। ঘটনা রাস্তাতেই ঘটেছিল, না অন্য কোথাও, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”