Advertisement
১১ মে ২০২৪

১৫টি ফুটব্রিজ সারাই করতে চিঠি

স্টেশনের ফুটব্রিজ যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণের জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দিল রেলপুলিশ। পুলিশ সূত্রের খবর, গত সপ্তাহেই শিয়ালদহ রেল পুলিশের সুপার অশেষ বিশ্বাস ওই ডিভিশনের রেলওয়ে ম্যানেজারকে চিঠি পাঠিয়েছেন।

শিবাজী দে সরকার
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ০০:৪৫
Share: Save:

স্টেশনের ফুটব্রিজ যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণের জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দিল রেলপুলিশ। পুলিশ সূত্রের খবর, গত সপ্তাহেই শিয়ালদহ রেল পুলিশের সুপার অশেষ বিশ্বাস ওই ডিভিশনের রেলওয়ে ম্যানেজারকে চিঠি পাঠিয়েছেন। তাতে শিয়ালদহ ডিভিশনের প্রায় ১৫টি স্টেশনের রেল ফুটব্রিজকে বিপজ্জনক চিহ্নিত করা হয়েছে। চিঠিতে তাই দ্রুত রক্ষণাবেক্ষণ এবং মেরামতি করার কথা বলা হয়েছে। রেল সূত্রের খবর, সেই মতো বিভিন্ন স্টেশনের রেল ফুটব্রিজ সারাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর রাত আটটা নাগাদ বারুইপুর স্টেশনের ফুটব্রিজের সিমেন্টের চাঙড় খসে পড়ে মৃত্যু হয় অসীমা প্রামাণিক নামে এক মহিলার। ওই ঘটনায় জখম হন ছবি নস্কর নামে আরও এক জন মহিলা যাত্রী। রেলের তরফে ওই ঘটনার তদন্তও শুরু হয়। এর পরেই রেলের বিভিন্ন স্টেশনের ফুটব্রিজগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। এর পরেই শিয়ালদহ রেল পুলিশ এলাকার প্রতিটি থানাকে নিজের এলাকার ফুটব্রিজগুলি পরিদর্শন করতে বলা হয়। সেই মতো প্রতিটি স্টেশনের ফুটব্রিজের স্বাস্থ্য-পরীক্ষা শুরু করা হয়। দেখা যায়, কোনও স্টেশনের ফুটব্রিজের দুই কাঠের পাটাতনের মাঝে বিপজ্জনক ফাঁক তৈরি হয়ে রয়েছে। কোথাও আবার সিমেন্টের স্ল্যাবের চাঙড় ভেঙে বেরিয়ে পড়েছে লোহার রড।

রাজ্য পুলিশের এক কর্তা বলেন, ‘‘সেই পরিদর্শনের পরেই শিয়ালদহ ডিভিশনের ১৫টি স্টেশনের ফুটব্রিজের অবস্থা খারাপ বলে রিপোর্ট জমা পড়ে স্থানীয় থানাগুলির তরফে। বড়সড় বিপদের কথা মাথায় রেখে সেই ফুটব্রিজগুলির সঠিক মেরামতি এবং রক্ষণাবেক্ষণের জন্য চিঠি দেওয়া হয় রেলকে।’’ সূত্রের খবর, ওই তালিকায় রয়েছে বালিগঞ্জ, সুভাষগ্রাম, রানাঘাটের স্টেশনের বেহাল ফুটব্রিজ।

পুলিশ জানায়, পুজোর সময়ে দূর দূরান্ত থেকে প্রতিমা দর্শন করতে আসা দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে বালিগঞ্জ, দমদম, বিধাননগর-সহ শহর এবং শহরতলির বিভিন্ন স্টেশনে। সে সময়ে যাতে বারুইপুরের মতো কোনও অঘটন না ঘটে তাই তড়িঘড়ি রেলকে ওই চিঠি পাঠানো হয়। কারণ রেল ফুটব্রিজগুলির রক্ষণাবেক্ষণ করার কথা রেলেরই।

রেল পুলিশের একাংশ জানিয়েছে, তাদের চিঠির পেয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পুজোর আগেই সব ফুটব্রিজ মেরামত করা হবে। সেই মতো কাজও শুরু হয়েছে বলে

পুলিশ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Railway station Bridge ফুটব্রিজ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE