
নন্দরাম মার্কেট থেকে বাগরি মার্কেট। কলকাতায় বিভিন্ন সময়ে বারে বারে বিধ্বংসী আগুনে পুড়েছে একের পর এক বাজার, পুরনো মার্কেট কমপ্লেক্স। প্রতিবারই আগুন নেভার পর তদন্ত হয়েছে। সামনে এসেছে, পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছাড়া, ঘিঞ্জি বাজারে ব্যবসা করার তত্ত্ব। সামনে এসেছে কী ভাবে জতুগৃহ হয়ে থাকে এই বাজারগুলো।