Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
নবমীর রাতে বেহালায় ঠাকুর দেখার ভিড়।

নবমীর রাতে বেহালায় ঠাকুর দেখার ভিড়। ছবি: অমিত রায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৬:৫৮
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৩:৩৭ key status

৩৯ পল্লী পিকনিক গার্ডেন

৩৯ পল্লী পিকনিক গার্ডেনের প্রতিমা।

৩৯ পল্লী পিকনিক গার্ডেনের প্রতিমা। ছবি: অমিত রায়।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৩:২৪ key status

নবমীর রাতে বৃষ্টিপাত

রাত ৩টে নাগাদ বেহালায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কালিকাপুরেও বৃষ্টি নেমেছে। তারই সঙ্গে রয়েছে ঠাকুর দেখার ভিড়। 

দেবদারু ফটকের মণ্ডপে ছাতা মাথায় দিয়ে দর্শনার্থীদের ভিড়।

দেবদারু ফটকের মণ্ডপে ছাতা মাথায় দিয়ে দর্শনার্থীদের ভিড়। ছবি: অমিত রায়।

Advertisement
timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৩:১৯ key status

বেহালা যদু ও মিত্র কলোনী

বেহালা যদু ও মিত্র কলোনীর প্রতিমা।

বেহালা যদু ও মিত্র কলোনীর প্রতিমা। ছবি: অমিত রায়।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০২:১৪ key status

বেহালা ফ্রেন্ডস

রাত ২টো। বেহালা ফ্রেন্ডসে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।

রাত ২টো। বেহালা ফ্রেন্ডসে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। ছবি: অমিত রায়।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০২:০৩ key status

উপচে পড়া ভিড় বেহালায়

বেহালায় ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। বেহালা নূতন দল থেকে দেবদারু ফটক- রাত বাড়লেও ভিড় কমছে না মণ্ডপগুলিতে।

বেহালা নূতন দলে দর্শনার্থীদের ভিড়।

বেহালা নূতন দলে দর্শনার্থীদের ভিড়। ছবি: অমিত রায়।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০১:৫৪ key status

বেহালা নূতন দল

নবমীর রাতে বেহালা নূতন দলে দর্শনার্থীদের ঢল।

নবমীর রাতে বেহালা নূতন দলে দর্শনার্থীদের ঢল। —নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০১:৩৫ key status

বেহালা নূতন সংঘ

রাত বাড়লেও বেহালায় মণ্ডপে উপচে পড়েছে ভিড়।

রাত বাড়লেও বেহালায় মণ্ডপে উপচে পড়েছে ভিড়। ছবি: অমিত রায়।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০১:৩৩ key status

রাত বাড়লেও বেহালায় জনজোয়ার

বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় জনস্রোত।

বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় জনস্রোত। ছবি: অমিত রায়।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০১:১৯ key status

বেহালা দেবদারু ফটক

বেহালা দেবদারু ফটকে দর্শনার্থীদের ভিড়।

বেহালা দেবদারু ফটকে দর্শনার্থীদের ভিড়। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০১:১২ key status

লেকটাউন বি ব্লক পার্ক সর্বজনীন

লেকটাউন বি ব্লক পার্ক সর্বজনীনের প্রতিমা।

লেকটাউন বি ব্লক পার্ক সর্বজনীনের প্রতিমা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০১:০৯ key status

আলিপুরে ডালমিয়া হাউস

আলিপুরে ডালমিয়া হাউসের প্রতিমা।

আলিপুরে ডালমিয়া হাউসের প্রতিমা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০১:০৭ key status

বড়িশা সাবর্ণ রায়চৌধুরী বাড়ি

বড়িশা সাবর্ণ রায়চৌধুরী বাড়ির প্রতিমা।

বড়িশা সাবর্ণ রায়চৌধুরী বাড়ির প্রতিমা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০১:০২ key status

বোসপুকুর শীতলা মন্দির

বোসপুকুর শীতলা মন্দিরের প্রতিমা।

বোসপুকুর শীতলা মন্দিরের প্রতিমা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০১:০১ key status

মেদিনীপুরের বেলদাতে ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে বাঁশের তোরণ

নবমীতে মেদিনীপুরের বেলদাতে ঝড়-বৃষ্টিতে হঠাৎ ভেঙে পড়ে রাস্তার উপরে থাকা বাঁশের তোরণ। বেলদাতে একটি ক্লাবের দুর্গা পুজো উপলক্ষে পেট্রোল পাম্পের সামনে থাকা ওই আলোর তোরণ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাজ্য সড়কের উপরে এই তোরণ ভেঙে পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে স্থানীয় বাসিন্দারা এসে ওই ভেঙে পড়া তোরণটিকে সরিয়ে দিলে, যান চলাচল আবার স্বাভাবিক হয়।

দুপুরের পর থেকেই ঝড়বৃষ্টি শুরু হয় মেদিনীপুরে। আর সেই ঝড়বৃষ্টিতে জল জমে যায় মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে বাঁশের তোরণ। বুধবার বিকালে মেদিনীপুরের বেলদাতে।

ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে বাঁশের তোরণ। বুধবার বিকালে মেদিনীপুরের বেলদাতে। —নিজস্ব চিত্র।

নবমীর রাতে বৃষ্টির জন্য মেদিনীপুরে মণ্ডপে মণ্ডপে সাময়িক স্তব্ধ হয়ে যায় দর্শণার্থীদের আনাগোনা। প্রতিমা দর্শন করে মণ্ডপ থেকে বেরিয়ে বৃষ্টিতে আটকে যান তাঁরা। যদিও বৃষ্টি কমলে আবার ফিরে আসে মণ্ডপে মণ্ডপে ঘোরার পুরনো ছবি।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০০:৪৮ key status

নবমীর রাতে উপচে পড়া ভিড় মণ্ডপে মণ্ডপে

নবমীর রাতে রাস্তাঘাট জমজমাট। উত্তর, দক্ষিণ, মধ্য কলকাতা-সহ সল্টলেকের বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০০:১৯ key status

সন্তোষ মিত্র স্কোয়ারের বিসর্জন কবে?

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্যোক্তা সজল ঘোষ জানান, আগামী ৪ অক্টোবর অর্থাৎ দ্বাদশীর দিন তাঁদের প্রতিমা বিসর্জন হবে।  বিজয়া দশমীর পর একাদশীর দিনই শেষ বার দেখা যাবে অপারেশন সিঁদুরের ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০০:১৫ key status

ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি

ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির প্রতিমা।

ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির প্রতিমা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০০:১৩ key status

ম‍্যাডক্স স্কোয়ারে ভিড়

নবমীর রাতে ভিড় বাড়ছে ম‍্যাডক্স স্কোয়ারেও। 

ম‍্যাডক্স স্কোয়ারে ভিড়।

ম‍্যাডক্স স্কোয়ারে ভিড়। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০০:০৯ key status

ভবানীপুর মিত্র বাড়ি

নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে অনতিদূরে মিত্র বাড়ির পুজো। স্বপ্নাদেশে পাওয়া এই দেবী দ্বিভুজার বাকি আটটি হাত রয়েছে চুলের পিছনে। একচালার সাবেকি প্রতিমা। সিংহের মুখ ঘোড়ার মুখের আদলে তৈরি।

২৬৭ বছরের ঐতিহ্য ভবানীপুর মিত্র বাড়ির দুর্গোৎসব।

২৬৭ বছরের ঐতিহ্য ভবানীপুর মিত্র বাড়ির দুর্গোৎসব। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০০:০০ key status

মুখ্যমন্ত্রীর পাড়ার পুজোয় ভিড়

নবমীর রাতে কালীঘাটের মিলন সংঘ মণ্ডপে ভিড়। 

কালীঘাটের মিলন সংঘে দর্শনার্থীদের ঢল।

কালীঘাটের মিলন সংঘে দর্শনার্থীদের ঢল। —নিজস্ব চিত্র।

দর্শনার্থীদের ভিড়।

দর্শনার্থীদের ভিড়। —নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy