Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
সন্তোষ মিত্র স্কোয়‍্যারে ভিড়।

সন্তোষ মিত্র স্কোয়‍্যারে ভিড়। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৩
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৮ key status

সন্তোষ মিত্র স্কোয়‍্যারে জনস্রোত

রাতভোরেও সন্তোষ মিত্র স্কোয়‍্যারে ভিড়।

রাতভোরেও সন্তোষ মিত্র স্কোয়‍্যারে ভিড়। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৩ key status

বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল

বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহলের ৪৫তম বর্ষের পুজোর থিম - বাংলা, বাঙালি ও বাংলা ভাষা।

বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহলের ৪৫তম বর্ষের পুজোর থিম - বাংলা, বাঙালি ও বাংলা ভাষা। —নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪০ key status

বেহালা ইয়ং মেনস্ অ্যাসোসিয়েশন

বেহালা ইয়ং মেনস্ অ্যাসোসিয়েশনের প্রতিমা।

বেহালা ইয়ং মেনস্ অ্যাসোসিয়েশনের প্রতিমা। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:১১ key status

দমদম নাগেরবাজার ক্ষুদিরাম কলোনী

৭৬ তম বর্ষে পদার্পণ করল দমদমের নাগেরবাজার ক্ষুদিরাম কলোনী সর্বজনীন দুর্গোৎসব। এ বারের থিম ‘বিলুপ্তি’।

৭৬ তম বর্ষে পদার্পণ করল দমদমের নাগেরবাজার ক্ষুদিরাম কলোনী সর্বজনীন দুর্গোৎসব। এ বারের থিম ‘বিলুপ্তি’। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৮ key status

চেতলা অগ্রণীতে খেলা দেখলেন নেতা ও অভিনেতা

চেতলা অগ্রণী ক্লাবের ঠাকুর দেখতে এসেছিলেন সাংসদ তথা অভিনেতা দেব। পরে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বসে ক্লাবেই বেশ কিছু ক্ষণ ভারত ও পাকিস্তানের খেলা দেখলেন তিনি।

চেতলা অগ্রণী ক্লাবের ঠাকুর দেখতে এসেছিলেন সাংসদ তথা অভিনেতা দেব। পরে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বসে ক্লাবেই বেশ কিছু ক্ষণ ভারত ও পাকিস্তানের খেলা দেখলেন তিনি। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৭ key status

বড়িশা সর্বজনীন

বড়িশা সর্বজনীনের প্রতিমা।

বড়িশা সর্বজনীনের প্রতিমা। —নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:২২ key status

কাঁকুড়গাছি মিতালি

‘কাঁকুড়গাছি মিতালি’-র প্রতিমা। এ বারের পুজো ৮৯ তম বর্ষে পদার্পণ করল। থিম- সখের বাজার।

‘কাঁকুড়গাছি মিতালি’-র প্রতিমা। এ বারের পুজো ৮৯ তম বর্ষে পদার্পণ করল। থিম- সখের বাজার। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১০ key status

কেন্দুয়া শান্তি সংঘ

কেন্দুয়া শান্তি সংঘের প্রতিমা।

কেন্দুয়া শান্তি সংঘের প্রতিমা। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৫ key status

একে ব্লক অ্যাসোসিয়েশনের পুজো

সল্টলেক একে ব্লক অ্যাসোসিয়েশনের পুজো।

সল্টলেক একে ব্লক অ্যাসোসিয়েশনের পুজো। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৪ key status

চোরবাগান সর্বজনীন

চোরবাগান সর্বজনীনের প্রতিমা।

চোরবাগান সর্বজনীনের প্রতিমা। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:১১ key status

চেতলা অগ্রণী

চেতলা অগ্রণীর মণ্ডপ।

চেতলা অগ্রণীর মণ্ডপ। — নিজস্ব চিত্র।

চেতলা অগ্রণীর এই পুজো কলকাতার মেয়র ফিরহাদ (ববি) হাকিমের পুজো বলেই পরিচিত। এ বছরের পুজোর থিম ‘অমৃতকুম্ভের সন্ধানে’, যা প্রয়াত সাহিত্যিক সমরেশ বসুর জন্মশতবর্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য।

উল্লেখ্য, গত সোমবার রাতের টানা বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা। তার প্রভাব পড়েছিল ববির পাড়া চেতলাতেও। তার উপর আবার মাত্র দিনতিনেক আগেই আচমকা আগুন লেগে যায় চেতলা অগ্রণীর মণ্ডপে। কিন্তু সব কিছু সামলে চেনা ছন্দ নিয়েই ফিরেছে ববির পুজো। মণ্ডপসজ্জাতেও তাক লাগিয়েছে তারা। এ বার তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে সাজানো হয়েছে চেতলা অগ্রণীর পুজোমণ্ডপ।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৮ key status

জনজোয়ার সুরুচি সংঘেও

দুপুর থেকেই জনস্রোত দক্ষিণ কলকাতার সুরুচি সংঘে। রাত বাড়লেও মানুষের উৎসাহে এতটুকু ঘাটতি নেই। বরং পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। উদ্যোক্তাদের দাবি, সারা দিনে কত মানুষ ঠাকুর দেখেছেন তা হাতে গুনে বলা সম্ভব নয়। সুরুচি সংঘের পুজোর অন্যতম কর্তা স্বরূপ বিশ্বাস বলেন, ‘‘পঞ্চমীর তুলনায় ষষ্ঠীতে সকাল থেকেই ভিড় অনেক বেশি। আমাদের পুজো দেখতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিরাট জনসমাগম হয়। আজও তাই হচ্ছে। পুলিশ সব সামাল দিচ্ছে। তবে এ টুকু বলতে পারি যে পুজো দেখতে কারও অসুবিধা হচ্ছে না।’’

সুরুচি সংঘের প্রতিমা।

সুরুচি সংঘের প্রতিমা। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬ key status

কাশী বোস লেনের ভিড় সামলাতে হিমশিম উদ্যোক্তারা

কাশী বোস লেনের প্রতিমা।

কাশী বোস লেনের প্রতিমা। — নিজস্ব চিত্র।

ভিড়ের নিরিখে পিছিয়ে নেই উত্তর কলকাতাও। কাশী বোস লেনের পুজোয় ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। এ বছরের থিম ‘পাকদণ্ডী’।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৮ key status

ম্যাডক্স স্কোয়্যারের প্রতিমা

ম্যাডক্স স্কোয়্যারের পুজোর এ বার ৯০তম বর্ষ। ওড়িশার মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। ডাকের সাবেকি সাজে সেজেছে প্রতিমা। রইল সেই ছবি।

ম্যাডক্স স্কোয়্যারের প্রতিমা।

ম্যাডক্স স্কোয়্যারের প্রতিমা। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৫ key status

সাবেকি সাজে বেহালা রয়েড পার্কের প্রতিমা

বেহালা রয়েড পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো এ বার পা দিয়েছে ৭৫তম বর্ষে। সাবেকি সাজে সেজেছে প্রতিমা।

বেহালা রয়েড পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো।

বেহালা রয়েড পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো। ছবি: অমিত রায়।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৩ key status

বড়িশা ক্লাবে জোকারদের লাইভ শো

দক্ষিণ কলকাতার বড়িশা ক্লাবের এ বারের পুজোর থিম ‘শূন্য পৃথিবী’। তবে কাদের? জোকারদের। শহরে ক্রমেই কমছে সার্কাসের রমরমা। সঙ্গে সার্কাসের সঙ্গে জড়িত মানুষদের জীবন-জীবিকাও সঙ্কটে পড়ছে। বাকিরা জীবনের মূল স্রোতে ফিরতে পারলেও জোকারদের জন্য তা সহজ নয়। সেখান থেকেই এই ভাবনা। তাই পুজোর পাশাপাশি বড়িশার মণ্ডপে চলছে জোকারদের লাইভ শো। প্রতিমা দর্শনের ফাঁকে দু’দণ্ড দাঁড়িয়ে তা দেখে নিচ্ছেন সকলে।

জোকারদের লাইভ শো বড়িশায়।

জোকারদের লাইভ শো বড়িশায়। ছবি: অমিত রায়।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৬ key status

যানজট দক্ষিণমুখী শরৎ বসু রোডে

রাত ৯টা নাগাদ শরৎ বসু রোডে যানবাহনের গতি শ্লথ। একটু পর পরই যানজটে থমকে যাচ্ছে গাড়ি। তবে মূলত দক্ষিণ অভিমুখী রাস্তায় যানজট বেশি। উত্তরের দিকে রাস্তা মোটামুটি সচল রয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৪ key status

বড়িশা ক্লাবের প্রতিমা

বড়িশা ক্লাবের প্রতিমা।

বড়িশা ক্লাবের প্রতিমা। ছবি: অমিত রায়।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫২ key status

কাঁধে লাঙল নিয়ে টালা প্রত্যয়ের দুর্গা

টালা প্রত্যয়ের প্রতিমা।

টালা প্রত্যয়ের প্রতিমা। ছবি: অমিত রায়।

উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু টালা প্রত্যয়। এ বারের থিম ‘বীজ অঙ্গন’। ভাবনায় শিল্পী ভবতোষ সুতার। প্রতিমার কাঁধে লাঙল, পায়ের নীচে ‘ইউরিয়া’ লেখা সারের বস্তা। অভিনব এই মণ্ডপসজ্জা দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ।

timer শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৯ key status

ষষ্ঠীতেই মাত্রাছাড়া ভিড় ত্রিধারায়, সামলাতে বসল ব্যারিকেড

মানুষের ঢল ত্রিধারায়। ভিড়ের চাপে তিলধারণের জায়গা নেই। বালিগঞ্জ কালচারাল থেকে ত্রিধারা সম্মিলনীর পুজোয় যেতে গেলে দেশপ্রিয় পার্ক হয়ে ঘুরে যেতে হচ্ছে। প্রথমে দড়ি দিয়ে রাস্তা বন্ধ ছিল। রাত বাড়তেই ভিড় মাত্রা ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষে ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

মানুষের ঢল ত্রিধারায়।

মানুষের ঢল ত্রিধারায়। — শ্রুতি মিশ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy