Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Dengue

জল জমা নিয়ে বিক্ষোভ

এলাকার লোকজন জানান, মতিলাল গুপ্ত রোডে হাইড্র্যান্ট তৈরির কাজ আটকে রয়েছে এক নির্মাণ সংস্থার আবাসন তৈরির কাজ চলছে বলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসন তৈরির কাজের বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে নিকাশি নালায়।

মতিলাল গুপ্ত রোডের এক আবাসনে জমে জল। শনিবার। নিজস্ব চিত্র

মতিলাল গুপ্ত রোডের এক আবাসনে জমে জল। শনিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০০:৩৮
Share: Save:

পুর পরিষেবা নিয়ে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে শনিবার সকালে পৌনে এক ঘণ্টা বিক্ষোভ দেখালেন হরিদেবপুরের মতিলাল গুপ্ত রোডের বাসিন্দাদের একাংশ। এর জেরে ওই রাস্তায় যান চলাচল কিছু ক্ষণের জন্য বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন।

এলাকার লোকজন জানান, মতিলাল গুপ্ত রোডে হাইড্র্যান্ট তৈরির কাজ আটকে রয়েছে এক নির্মাণ সংস্থার আবাসন তৈরির কাজ চলছে বলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসন তৈরির কাজের বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে নিকাশি নালায়। তাই বৃষ্টির জল নালা দিয়ে বেরোতে পারছে না। নিকাশি নালা বুজে যাওয়ায় বর্ষার জল ঢুকে পড়েছে বিভিন্ন আবাসনের ভিতরে। আবাসনে জল এক টানা বেশ কয়েক দিন আটকেও থাকছে। এর উপরে বেহাল অবস্থা মতিলাল গুপ্ত রোডের। গোটা রাস্তাটাই দীর্ঘ দিন ধরে সারানো হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ।

স্থানীয় বাসিন্দা সৌমিক ঘোষ জানান, এলাকার সমস্যা নিয়ে গত এক বছর ধরে তিরিশটিরও বেশি আবেদন জানানো হয়েছে পুরসভায়। এলাকার বিবিধ সমস্যার কথা জানেন স্থানীয় কাউন্সিলর সোমা চক্রবর্তীও। কিন্তু সমাধান হয়নি। শুক্রবারের বৃষ্টি জল জমার সমস্যা তীব্র করেছে। বহু আবাসনের ভিতরে হাঁটু সমান জল জমে রয়েছে। এই পরিস্থিতিতে পুর কর্তৃপক্ষের নজর কাড়তে তাঁরা এ দিন সকালে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে আটটা থেকে বিক্ষোভ শুরু হয়। সওয়া ন’টা নাগাদ কাউন্সিলর এলাকায় গিয়ে বিক্ষোভকারীদের বলেন, ‘‘পাম্প চলছে। কিন্তু জমা জল বেরোনোর জায়গা না থাকায় তা ফিরে আসছে। পুজোর পরে গোটা এলাকার নিকাশি ব্যবস্থা ঢেলে সাজা হবে।’’ এর পরে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Water stagnatio Water pollution Infectious
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE