এত দিন ছিল পায়ের তলায় সর্ষে।
অবশেষে তাতে স্থিতি মিলেছে। কাঠফাটা রোদে আর চরকি পাক নয়। নির্বাচনের ‘গরমাগরম’ পর্ব শেষ পর্যায়ে। তা ঠিকঠাক উতরে দিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নজর দিচ্ছেন ডান থেকে বাম সব দলেরই ভোট-সেনাপতিরা। জানাচ্ছেন, প্রায় তিন মাস টানা প্রচারের পরে একটু বিশ্রাম মিললেও তা যে বাড়ির ঠান্ডা ঘরে কাটছে, তেমনটা নয়। ভোট-সপ্তমীর আগের দিন শনিবার প্রায় সকলেরই কেটেছে ভোটের কাজে। তবে আজ, রবিবার ভোট ময়দানে যাতে কোনও অশান্তি না হয়, দলীয় কার্যালয়ে বসে তাতে নজর রাখবেন বলেই দাবি সকলের।
টানা তিন মাস গোটা রাজ্যে ঘুরেছেন তৃণমূলের তারকা প্রচারক তথা মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। শনিবার বাইরে কোথাও যেতে না হলেও সকালেই বন্দর এলাকার কাউন্সিলরদের ডেকে পরিস্থিতি বুঝে নিয়েছেন সেখানকার বিধায়ক ফিরহাদ। এ দিন বিকেলে চেতলার দলীয় কার্যালয়ে বসে তিনি বলেন, ‘‘সব জায়গায় ভোটার স্লিপ পৌঁছেছে কি না, এজেন্ট ঠিক হয়েছে কি না, এই কাজগুলি মূলত ব্লক সভাপতিরা দেখলেও শেষ মুহূর্তে এক বার দেখে নিচ্ছি।’’ আর আজ, ভোট শেষ না হওয়া পর্যন্ত চেতলার দলীয় অফিসেই সারাদিন বসে ভোটের হাওয়ায় নজর রাখবেন ফিরহাদ।